BlogHide Resteemsde3p (25)in poetry • 3 years agoকালজয়ীযখন আমার মনের নদী অনেক যুগের পরেও কবিতা হয়ে বলবে কথা অচেনা কোনো কানে মৃত্যু আমায় পারেনি ছুঁতে —ভালবাসাও অক্ষয় আবার ছুঁবো আমিই তোকে হাজার বছর পরেই, না হয়।de3p (25)in poetry • 3 years agoঝরা পাতার গানতার ঢেউয়ের স্রোতে উথলী পাতাল আমার সময় নদী তাকে ছুঁবো বলে বন্দি তালায় আমার জীবন আজি তার ঘাসের মাঠে পাগল দোলা হাওয়া-ই হতাম যদি বসন্তের ঝরা পাতাও হতাম কিশলয়ের দিব্যি।de3p (25)in poetry • 3 years agoমাটিএই মাটির পৃথিবীতে জন্ম আমার মাটিই ধুলো হয়ে উড়ছে দিগ্বিদিক মরুভূমি জুড়ে ছড়িয়ে রেখেছে বালি আর কাঁকর হয়ে পাহাড়ি নদীর তির। জগৎ জুড়ে বর্ষা ঝরিয়ে এবার মাঝ সমুদ্রে হলো প্লাঙ্কটনের খাবার…de3p (25)in hive-129948 • 3 years agoমাটিএই মাটির পৃথিবীতে জন্ম আমার মাটিই ধুলো হয়ে উড়ছে দিগ্বিদিক মরুভূমি জুড়ে ছড়িয়ে রেখেছে বালি আর কাঁকর হয়ে পাহাড়ি নদীর তির। জগৎ জুড়ে বর্ষা ঝরিয়ে এবার মাঝ সমুদ্রে হলো প্লাঙ্কটনের খাবার…de3p (25)in hive-129948 • 3 years agoআমরাআমরা যারা হাসতে হাসতে দিল দরিয়ায় ভাসতে ভাসতে ডুবছি, মরছি, বাঁচছি আবার কাটছে দিনের স্বপ্ন বাহার। © Ignacio Alvarez Barutell, Spain, Shortlist, Open competition, Culture, 2020 Sony World…