"সবাইকে আমার ব্লগে স্বাগতম" |
---|
![]() |
---|
শুভ রাত্রি 🌃
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। গান কভার:- চোখেরই জলে লেখা কত যে কবিতা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- চোখেরই জলে লেখা কত যে কবিতা।
- শিল্পী:- আসিফ আকবর।
- কভার:- @limon88.
বিনোদন প্রেমিকদের কে স্বাগতম। আমি আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি গান কভার নিয়ে হাজির হয়েছি। শত ব্যস্ততার মাঝেও নিজেকে এবং আপনাদের কে বিনোদন দেওয়ার চেষ্টা। আমি যদিও কোন শিল্পী নই তবে মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে গাই গাইলে ভালো লাগে। আমি আজকে আসিফ আকবরে পুরোনো দিনের একটি গান কভার করেছি। অফিসে কাজের চাপ বেড়েছে। এর পরে ও নিজের সাধ্যমত কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অফিস থেকে এসে গানটি কভার করলাম। গানটির নাম হচ্ছে চোখেরই জলে লেখা কত যে কবিতা। এক সময়ের জনপ্রিয় একটি গান। অফিস আকবর এর এধরনের গান গুলো আগে শোনা হতো। তবে এখন আর সময়ের অভাবে গান শোনা হয়না। আমি আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করেছি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার গানটি শুনে নেওয়া যাক। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে
ও, ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে
সবকিছু এখানেই জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
কষ্টরা জমা হয়ে কাঁদে দিনরাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী
ও, কষ্টরা জমা হয়ে কাঁদে দিনরাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী
আঁধার এখন আমার বড়ো ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | চোখেরই জলে লেখা কত যে কবিতা। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞