BlogHide Resteemsshajon (36)in poem • 5 years agoমেঘ বৃষ্টি (cloud)মেঘ চাহিতেই বৃষ্টি তুমি হারিয়ে গেছো তাই, আমি, বর্ষা এলেই হাওয়ার মাঝেও তোমায় খুজে পাইshajon (36)in poem • 5 years agoস্মৃতি ( Memories )নীল আকাশের মুক্ত পাখি অবাক হয়ে চেয়ে দেখি রাত্রী আকাশে তারার জ্বলা মুগ্ধ করে, জুড়ায় আঁখি | সন্ধ্যা তারার মিটমিটানি রক্তিম সেই প্রভাত বেলা ভরা তটিনী, মাঝির ভেলা, রংধনু আর মেঘের…shajon (36)in poem • 5 years agoনীলাঞ্জনা ( Nilanjona )দিগন্ত ছাড়িয়ে বহুক্রোশ দূরে নীলাঞ্জনার বসবাস, চোখ মেলিয়েও খুঁজিয়া না পাই তবুও ঘিরেছে চারিপাশ | চোখ বুজলেই কাছে পাই তারে আসিয়া দাঁড়ায় মনের দুয়ারে মুগ্ধ হাসিতে মুক্তো ছড়িয়ে স্বপ্নেই তার…shajon (36)in poem • 5 years agoসমাপ্ত ( The End )একদিন সব শেষ হবে, আকাশের তারা আলো হারাবে মেঘ হারাবে বৃষ্টি কণা, জানা গান সুর হারাবে কথা গুলা শব্দ হারাবে, আর আমি হারাবো তোমায় | তোমার হাসি আর ভাসবেনা, মায়াময়ী চোখে পর্দা পড়বে, স্বপ্নে…shajon (36)in poem • 5 years agoউড়ে যাবে সে অজানায় ( Unstoppable )সকাল সন্ধ্যা, নীড়ে ফেরেনা ঘুমটা কি যে হলো এই মনটা, কথা শোনেনা একটা | গান গেয়ে ডাকি, গল্প সোনাই জেদ ধরে থাকে একটাই, উড়ে যাবে সে অজানায় উড়ে যাবে সে অজানায় | তুই বল, দাবানল কবে মুক্ত হবে এ…shajon (36)in poem • 5 years agoহাসি ....( Smile )এ হাসি মুখোশধারী অন্নাভাবেও হাসতে জানে, অন্ধকারে ,বৰ্জ্রপাতে ভয়ের মাঝেও হাসতে জানে, প্রখর রোদে, তপ্ত হয়ে ক্লান্ত হয়েও হাসতে জানে | বাস্তবতায় বহুরূপী, এ হাসি . ._shajon (36)in poem • 5 years agoমুক্ত পাখিসত্য মিথ্যার দ্বন্ধদ্বারে সরলতার ঠাই নাই, ঘুম জাগা ব্যস্ত শহরে সুস্বপ্নের হাহাকারে রক্ত বর্ণ আঁখি| কে বেশি সুখী !! ব্যস্ত জীবন? ..... নাকি মুক্ত ভোরের পাখি ?......shajon (36)in poem • 5 years agoঅপেক্ষাসুরের অভাবে কথা গুলো ছন্দ হারা দিক হারিয়ে পথিক আজও পথহারা, বিশ্বাসের দ্বারে যদি তালা থাকে কলিজায় কালিমার দাগ কাটে হাজারো তপস্যায়, আর্তনাদ আর বন্দনায়, অপেক্ষায়, সেকি ফেরে..?. নাকি ফেরেনা ?!shajon (36)in poem • 5 years agoমেঘ ( Cloud )মেঘ একটাই, কখনও সাদা, কখনও কাল, তফাৎ! আধার আর আলো |shajon (36)in poem • 5 years agoBusy City, Busy lifeফিরতেই হবে, বেস্ত শহরে যেখানে কোটি মানুষের ভিরেও আমি একা, হাজার রাস্তার মাঝেও নিজের পথহারা, সাদ আল্লাদ ইচ্ছের জলাঞ্জলি দিয়ে ফিরতেই হবে। ফিরতেই হবে। বাস্তবতা |shajon (36)in poem • 5 years agoCloudএ মেঘে দোষ লেগেছে বরষায় ভিজতে বারণ, ডাকিছে হিমেল হাওয়া- মানেনা কোনো কারণ | কিভাবে বোঝাই তারে বোঝেনা অবুঝ এ মন | এ মেঘে...shajon (36)in life • 5 years agoজীবনমানুষ ডুবে যায়, মরে যায় অথৈ জলে, কেও ডোবে চোখের নীলিমায় | কেও বা আঁধারে দিক হারায়, কেও হারায় কালো কেশে | কিসে বেশি দহন ? আগুন ? নাকি মন ?shajon (36)in nuclear • 6 years agoNuclear technology ( effective or threat )We have been living in the nuclear age now for over half a century. Since the first atomic bombs were developed, nuclear technology has provided governments with ability to totally destroy the…shajon (36)in children • 6 years agoPunishment for the children?!Now a days children have become smarter than the previous days. It is easy to make them understand the difference between right and wrong things but hard to make them follow. however, some people…shajon (36)in poem • 6 years agoআত্মবিচারমনে উত্থান মনেই পতন ক্ষণিক সময়ে কতোবা যতন, রুদ্ধশাসে উঠিতে চাহিয়া আত্মার কেন অঝোর রোদন !?! সময় বলিছে শেষের পথে হাপিয়ে যাবি সামাল দিতে, ভরে গেছে আজ বামকাঁধ তোর ডান কাঁধে কবে করবি সাধন…shajon (36)in poetry • 6 years agoআত্মবিলাপ (পর্ব 1 )আত্মবিলাপ (পর্ব 1) ....আপন ! আপন ! যাবি কি সাথে ! ....নিবি আমায় ! কোথায় যাবি ? উঁচু পাহাড়ে ? নাকি সমুদ্র দেখতে ? .... না পাহাড়, না সমুদ্র, না গগন, না রৌদ্র, ডাকছি তোকে সুখ খুঁজতে | .... বেশ…shajon (36)in poem • 6 years agoমনাধার (The Soul )আবৃতি তার সঙ্গসাথী বংশীতে সাধন সুরের সাথে ভাব লাগানো সুখের অন্নেষণ | তাহার চোখেতে সত্য মুখেতে মিথ্যা লুকিয়ে ফেলেছে আত্মসত্তা পার্থিব সব মোহোময় জালে হারিয়েছে মন পথপাড়ি কালে.…shajon (36)in poem • 6 years agoশুদ্ধ মনোশক্তি pure strong heart .....হিনা সৎ মন ঘৃণা নিয়ে যত ঘোরে লাখোজন কুকুরের মতো,, হাত বারবার বাণী নেই মুখে ভিখারিকে দেখে ভিখারির চোখে ||| শুন্য বিকাশ জ্ঞানের আকাশ অট্টালিকায় করে বসবাস, জ্ঞানী-গুণীজন বাঁচে কতক্ষন…shajon (36)in poem • 6 years agoবাস্তবতা ... reality of life ....অবুঝ মনের হাজার কথায় গহীন তন্দ্রা স্বপ্ন দেখায়, বোঝেনা শিকল বেঁধেছে দুপায় জীবন যুদ্ধ বাস্তবতায় .,,, ইচ্ছে গুলোর জলাঞ্জলি স্বপ্নাকাশে ধুলোবালি যাত্রা পথে হাজার বাধায় যুদ্ধ কাদায় যুদ্ধ…shajon (36)in poetry • 6 years agoআমার শহরে বন্দি আমিধুলো মাখা শহরে গহীন রাতে নীরবে একা থাকার বাহানা খুঁজি আকাশপানে জোস্না দেখি চিন্দ্রিমার রহস্য খুঁজি সুখতারার সুখ খুঁজি। প্রতিবারই যেন নতুন লাগে , মনে হয় সব মায়ার জালে টানিছে আমায় সুরের…