তর্কাতীতভাবে সময়ের সবচেয়ে জনপ্রিয়তম ক্রিকেটার হলেন এবি ডি ভিলিয়ার্স। অনেকের মতে তিনিই বিশ্বের সেরা ব্যাটসম্যান, আবার অনেকের মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি, কিন্তু সেই কোহলির চোখে সেরা আবার এই ডিভিলিয়ার্সই। তার খুনে ব্যাটিংয়ে যেকোন বোলিং লাইন আপ আত্মসমর্পণ করে। বৈচিত্র্যময় শট খেলার প্রবণতার জন্য তাকে ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান ডাকা হয়। আসুন জেনে নেই তার সেরা ৪টি অসাধারণ ওয়ানডে ইনিংস-
১. ১৪৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ!
বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে ওয়েস্টইন্ডিজের সাথে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রুশো ও আমলা ওপেনিংয়ে নামেন। দুজনেই সেঞ্চুরি করে ফেলার পর এবি ডি ভিলিয়ার্স নিজেই আর ব্যাট করতে আসতে চাননি। তিনি বারবার কোচকে বলছিলেন যে এরপর যেন কিলার মিলার নামে। কিন্তু কোচ মানেন নি। তিনি তাকেই নামার জন্য বলেন। অবশেষে রুশো ৩৮.৩ ওভারে আউট হলে কোচের জোরাজুরিতে ডিভিলিয়ার্স নামেন। ক্রিজে এসে প্রথমেই আমলাকে বলেন যে তারা দুজন আরও দুই ওভার পর থেকে ব্যাট চালাবেন। কিন্তু টেইলরের প্রথম বলেই চার এসে যায়। এর পরের বল দুই ও শেষ বলে একরান নেন। বাদবাকি ইনিংস যেন হাইলাইটস! ৪৯.৪ ওভারে আউট হবার আগে ৯ টি চার ও ১৬ টি ছক্কায় সাজানো ইনিংসটি খেলার পথে গড়েন দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড! দলীয় ২৪৭ রানে যখন রুশোর আউটের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পড়ে তখনও ওয়েস্ট ইন্ডিজ জয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু এই অতিমানবীয় তান্ডবের পর উইন্ডিজ খেলোয়াড়দেরই মনোবল ভেঙ্গে পড়ে। ৩১০/২০ রান যেখানে ছিল সবারই ধারণা সেই স্কোরটা নিয়ে দাড় করালেন ৪৩৯ রানে! আউট হয়ে সাজঘরে ফিরার সময় তাই ক্রিস গেইল তাকে 'বাউ' দিয়ে বুঝিয়ে দিলেন তিনি শুধু প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ কেড়ে নেননি, সম্মানও আদায় করে নিয়েছেন।
২. ১১৯ বনাম ভারত!
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচ সিরিজের প্রথম ৪টি শেষে ২-২ এ সিরিজ সমতা ছিল। পঞ্চম ম্যাচটি অঘোষিত ফাইনালে রুপ নেয়। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ডি ককের সেঞ্চুরিতে ভালই এগিয়ে যাচ্ছিল আফ্রিকা, কিন্তু মুম্বাইয়ের মাঠে ৩০০ রানও যথেষ্ট ছিল না। ডু প্লেসিসও সেই লক্ষ্যে ১০০ উর্ধ্বো স্ট্রাইক রেটে ১১৫ বলে ১৩৩ রানের ঝলমলে ইনিংস খেলে আহত অবসরে যান। ততক্ষণে ডিভিলিয়ার্সের ঝড় প্রবল আকার ধারণ করে ফেলেছে। ইন্ডিয়ান বোলিং লাইন আপকে স্বরণকালের শ্রেষ্ট ধোলাই দিয়ে ৬১ বলে করেন ১১৯ রান। ১১টি ছক্কার পাশে মাত্র ৩টি চার! তিন সেঞ্চুরির কল্যাণে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৪৩৮ রান! ভুবনেশ্বর কুমারও সেঞ্চুরির দেখা পান, তবে সেটি বল করে। ১০ ওভারে ১০৬ রান দিয়ে ১ উইকেট লাভ করেন। মোহিত শর্মাও কম যাননি, ৭ ওভারে দিয়েছেন ৮৪ রান। আরও ২-১ ওভার করলে তিনিও হয়ত সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন। পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে রাহানের ৮৭ ও ধাওয়ানের ৬০ ভারতকে নিয়ে যায় ৩৬ ওভারে ২২৪ রানে, তবে শেষ হয়ে যায় ১০টি উইকেটই। দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণকারী ম্যাচে পায় ২১৪ রানের বিশাল জয় যা রানের মার্জিনে ২১ তম বড় জয়।
৩. ১১৫* বনাম পাকিস্তান!
আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়, তবুও শেষম্যাচটা জিতে ডমিনেন্স বজায় রাখতে চাইবেনা কেন তারা? সে লক্ষ্যেই টসে জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়ারা। ইনিংসের প্রথমেই আমলা, ডি কক, ডুমিনিদের উইকেট হারিয়ে নড়বড়ে অবস্থা। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, আসলে দাঁড় করান ডি ভিলিয়ার্স। ডু প্লেসিস, মিলার, ম্যাকলারেনদের সাথে ছোট ছোট কিন্তু কার্যকরী জুটি বেধে দলকে টেনে নিয়ে যান ২৬৮ রানে। অথচ শারজাহ'র উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিনই ছিল। একটি ছোট্ট তথ্যতেই বুঝবেন- ম্যাচটিতে আর একটি মাত্রই পঞ্চাশোর্ধ্ব রান হয়েছিল, সেটি করেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। সেই কঠিনেই সহজ ব্যাটিং করে ১০২ বলে করেন অপরাজিত ১১৫ রান। ৩৫ ওভার শেষে দলের স্কোর ছিল মাত্রই ১৩৩ রান, সেটি ৪৯ ওভার শেষে গিয়ে দাঁড়ায় ২৪৩ এ! এবি তখন ৯৭ রানে অপরাজিত। ৫০ ওভার শেষে সেটিই চলে যায় ২৬৮ রানে, সাথে এবির রান ১১৫!! প্রথম ৩০ ওভারে যেখানে দক্ষিণ আফ্রিকার রান ছিল ১১৪, সেই তারাই শেষ ১০ ওভারে তোলে ১১৪ রান! ঐ ম্যাচে তার ১০৫ রান হবার পর তিনি ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেন। ২৬৯ রানের টার্গেটে নেমে স্বাগতিক পাকিস্তান ৩৫.৩ ওভারে ১৫১ রানেই অল আউট হয়ে যায়। প্রোটিয়ারা পায় ১১৭ রানের জয়, যা ডিভিলিয়ার্সের রানের চেয়ে মাত্র দুইরান বেশি।
৪. ১৬২* বনাম ওয়েস্ট ইন্ডিজ!
এই খুনে ইনিংসটি খেলেছিলেন বিশ্বকাপের আসরে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে। মাত্র ৬৬ বলে ১৬২ রানের ইনিংস খেলার পথে গড়েন ওয়ানডেতে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড। বিশ্বকাপের আসরে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ও দুইয়ে নিয়ে আসেন এই ইনিংসের মাধ্যমে। শেষ ৩ ওভারে ৮০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান ৪০৮ রানের পাহাড়ে যারফলে সহজ ও বড় ব্যাবধানে জয় পায় তারা।
Congratulations @kasabul! You received a personal award!
Click here to view your Board
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @kasabul! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit