এ.বি.বি স্কুল (ABB School) - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২৯, ৩১, ৩২ ]

in abb-schoolannouncement •  9 months ago  (edited)

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7aJoDLMaPjWywz8ArdGoJKeUgTrcyGtpthsFsbnBR6e3yAeZrXPRdpumchfh21dyzGWPWFq95fmjmesxeLj1QVmQq.gif

প্রায় দু'বছর পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

গত সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

Serial Student Name Level Profile Batch
1 @maria47 Verified Member Link ✅ B-32
2 @shahid540 Verified Member Link ✅ B-31
3 @shayama Verified Member Link ✅ B-31
4 @asadul-islam Verified Member Link ✅ B-29
5 @saikat890 Verified Member Link ✅ B-29
6 @mahfuzanila Verified Member Link ✅ B-29
যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-

Considered for re-examination:

Fail Absence Others
@alif111 X X
যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।

বিঃ দ্রঃ — এখন থেকে প্রত্যেক ব্যাচের লেভেল ফাইভ পাস করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করার পর সে বিষয়ে একটি রিপোর্ট পাবলিস্ট করা হবে @abb-school থেকে। এবিবি স্কুল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে @abb-school কে ফলো করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...