গাড়ি দুর্ঘটনায় নিরাপদেই রয়েছেন ক্রিকেটাররা৷ ইংল্যান্ড ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট নিরাপদেই রয়েছে বলেই ইসিবি-র তরফে জানানো হয়েছে৷
বৃহস্পতিবার ভোরে মোলবোর্নে একটি গাড়ি ফুটপাতে উঠে পড়ে বেশ কয়েকজনকে চাপা দেয়৷ উন্মত্ত গতিতে ছুটে আসছিল গাড়িটা৷ সামনে যে পড়ছিল তাকেই চাপা দেয়৷ প্রাণভয়ে পথচারীরা তখন এদিক-ওদিক দৌড়ে যায়৷ পিছনে তাড়া করছে মৃত্যু দূত গাড়ি৷ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন৷ ক্রিসমাসের ঠিক আগে ক্রিকেটের শহর মেলবোর্নে এই ঘটনার পিছনে নাশকতার আশঙ্কা করছে স্থানীয় পুলিশ৷
সংবাদ সংস্থা এপি, এএফপি জানাচ্ছে- গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল মেলবোর্নের অতি ব্যস্ততম এলিজাবেথ ও সোসানস্টন স্ট্রিট৷
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং-ডে টেস্ট৷ ইতিমধ্যেই সিরিজের প্রথম তিনটি টেস্ট হেরে অ্যাশেজ খুঁইয়েছে ইংল্যান্ড৷ পারথে তৃতীয় টেস্টে অজিদের কাছে নাস্তানাবুদ হয়েছে রুটবাহিনী৷ ইনিংস ও ৪১ রানে তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া৷
This post has received a 0.18 % upvote from @boomerang thanks to: @sajeeb240896
@boomerang distributes 100% of the SBD and up to 80% of the Curation Rewards to STEEM POWER Delegators. If you want to bid for votes or want to delegate SP please read the @boomerang whitepaper.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit