জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার ও লিটন ভাইয়ের জন্য কাজ করে যাবে,,,,,,,

in advice •  7 years ago 

22365369_219440891926766_3665076320487862172_n.jpg

রকি দাদার নেতৃত্বে ছাত্রলীগের সকল কর্মীরা নৌকার জন্য, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার ও লিটন ভাইয়ের জন্য কাজ করে যাবে,,,,,,,
রাজশাহীর উন্নয়নের কথা রাজশাহী সিটি কর্পোরেশনের সকল মহিলাদের কাছে বার্তা নিয়ে যেতে হবে,,,,,
কারন জামায়ত নেতারা বলেন,, তাদের প্রার্থীকে ভোট দিলে নাকি জান্নাত যাওয়া যায়,,,,,
এই কথা গুলো কখনই সত্যি না,,,, কারন জান্নাত এবং জাহারনাম দেওয়ার মালিক আল্লাহ / ঈশ্বর। এইসব ভুল থেকে মহিলাদের বের করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীরা।
জামাইত নেতারা মহিলাদের ধর্মের নামে ভুল ব্যাখ্যা দেয়। মিথ্যে কথা বলে আমাদের আওয়ামীলীগ পন্থী মহিলাদেরও মন ভুলিয়ে দেয় বলে আপনারা চুপি চুপি জামাইত নেতাকে ভোট দিয়েন জান্নাত পাবেন।
এগুলা থেকে মহিলাদের বের করে আনতে হবে সেটাই হবে ছাত্রলীগের মহা ধাপ।
কারন জামাইত নেতারা ভোটের টার্গেট করে মহিলাদের,,,,,,
রকি দাদার নেতৃত্বে আশা করি রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা মাথায় ভেবে এখন থেকেই প্রত্যেক বাড়ির মহিলাদের কাছে লিটন ভাইয়ের উন্নয়নের বার্তা নিয়ে যেতে,, নিজেদের মা, বোন, আত্মীয় স্বজনদেরও প্রত্যেক দিন লিটন ভাইয়ের উন্নয়ন গুলো তুলে ধরতে হবে।
জয় হোক ছাত্রলীগের, নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ছাত্রলীগ কাজ করবে এবং লিটন ভাইয়ের জয়ের মুকুট ছিনিয়ে নিবে ওই বিএনপি -জামাতের হাত থেকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

gd. u up vote plz

ok,,,,,,,,,,,,