প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ বিকেলবেলা ছাদে উঠে চোখে পড়ল এক বিস্ময়কর দৃশ্য—রক্তিম আকাশ। সূর্য ডুবে যাওয়ার আগে তার শেষ বিদায়ী আলো যেন পুরো আকাশজুড়ে এক স্বপ্নিল রূপ ছড়িয়ে দিয়েছে। লাল, কমলা আর বেগুনি রঙের মিশেলে আকাশ তখন এক শিল্পীর তুলির আঁচড়ের মতো মনে হচ্ছিল।
নরম বাতাস বয়ে আসছিল, চারপাশে ছিল এক অদ্ভুত নীরবতা। কিছু পাখি নীড়ের পথে ফিরছিল, তাদের ডানা ঝাপটানোর শব্দ মিলিয়ে যাচ্ছিল বিকেলের স্নিগ্ধতার সাথে। গোধূলির আলোয় ঢেকে থাকা শহরটাও যেন তখন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গিয়েছিল।
ছাদের এক কোণে দাঁড়িয়ে আমি প্রকৃতির এই মোহনীয় দৃশ্য উপভোগ করছিলাম। মনে হচ্ছিল, প্রকৃতি প্রতিদিনই তার রঙের খেলায় আমাদের নতুন গল্প শোনায়, শুধু আমরা সময় নিয়ে সেই গল্প শোনার চেষ্টা করি না। আজকের বিকেল যেন মনে করিয়ে দিল। নিয়মিত জীবনের ব্যস্ততার মাঝেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা দরকার।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit