وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار
অনুবাদ-::
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (স.) এরশাদ করেছেন । সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ এর জীবন এই যে কেউ চাই সে ইহুদি হোক বা নাসারা : আমার রিসালতের কথা শুনে, অথচ আমি যা সহকারে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে ।
হাদিসের ব্যাখ্যা -:
এটা সর্বজন স্বীকৃত যে মহানবী (সা.) এর নবুয়ত দুনিয়ার সমগ্র মানব ও জিনের জন্য । তার নবুয়ত প্রাপ্তির সাথে সাথে পৃথিবীর সকল ধর্ম রহিত হয়ে গেছে । তার মাধ্যমেই নবীদের আগমনধারা সমাপ্ত হয়ে গেছে । ফলে কিয়ামত পর্যন্ত তার আনীত জীবন বিধান অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে । সুতরাং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তার ধর্ম গ্রহণ করতে হবে । তার উপর ঈমান আনয়নই মুক্তির একমাত্র পথ । অন্যথায় কেউই মুক্তি লাভে সমর্থ হবে না । এবং পরকালে অনন্ত কাল পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে ।
Congratulations @welcomes! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit