ক্রমিক নং নাম বাংলা অর্থ
১. الرَّحْمَنُ আর-রহ়মান সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
২. الرَّحِيمُ আর-রহ়ীম সবচাইতে ক্ষমাশীল
৩. الْمَلِكُ আল-মালিক অধিপতি
৪. الْقُدُّوسُ আল-ক্বুদ্দূস পূতঃপবিত্র, নিখুঁত
৫. السَّلَامُ আস-সালাম শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা
৬. الْمُؤْمِنُ আল-মু’মিন জামিনদার, সত্য ঘোষণাকারী
৭. الْمُهَيْمِنُ আল-মুহাইমিন অভিভাবক, প্রতিপালক
৮. الْعَزِيزُ আল-’আযীয সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
৯. الْجَبَّارُ আল-জাব্বার দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত
১০. الْمُتَكَبِّرُ আল-মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১১. الْخَالِقُ আল-খলিক্ব সৃষ্টিকর্তা, (শূন্য থেকে)
১২ الْبَارِئُ আল-বারি’ বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৩. الْمُصَوِّرُ আল-মুসউয়ির আকৃতিদানকারী
১৪. الْغَفَّارُ আল-গফ্ফার পুনঃপুনঃ মার্জনাকারী
১৫.الْقَهَّارُ আল-ক্বহ্হার দমনকারী
১৬.الْوَهَّابُ আল-ওয়াহ্হাব স্থাপনকারী
১৭. الرَّزَّاقُ আর-রযযাক্ব প্রদানকারী
১৮. الْفَتَّاحُ আল-ফাত্তাহ় প্রারম্ভকারী, বিজয়দানকারী
১৯. الْعَلِيمُ আল-’আলীম সর্বজ্ঞানী, সর্বদর্শী
২০.الْقَابِضُ আল-ক্ববিদ় নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২১. الْبَاسِطُ আল-বাসিত প্রসারণকারী
২২.الْخَافِضُ আল-খ়¯ফিদ় (অবিশ্বাসীদের) অপমানকারী
২৩.الرَّافِعُ আর-ঢ়¯ফি’ উন্নীতকারী
২৪.الْمُعِزُّ আল-মু’ইয্ব সম্মানপ্রদানকারী
২৫.الْمُذِلُّ আল-মুঝ়িল সম্মানহরণকারী
২৬.السَّمِيعُ আস-সামী’ সর্বশ্রোতা
২৭. الْبَصِيرُ আল-বাসী়র সর্বদ্রষ্টা
২৮.الْحَكَمُ আল-হা়কাম বিচারপতি
২৯.الْعَدْلُ আল-’আদল্ নিখুঁত
৩০.اللَّطِيفُ আল-লাতীফ অমায়িক
৩১.الْخَبِيرُ আল-খবীর সম্যক অবগত
৩২.الْحَلِيمُ আল-হ়ালীম ধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৩.الْعَظِيمُ আল-’আযীম সুমহান
৩৪.الْغَفُورُ আল-গ’ফূর মার্জনাকারী
৩৫.الشَّكُورُ আশ-শাকূর সুবিবেচক
৩৬.الْعَلِيُّ আল-’আলিই মহীয়ান
৩৭.الْكَبِيرُ আল-কাবীর সুমহান
৩৮.الْحَفِيظُ আল-হ়াফীয সংরক্ষণকারী
৩৯.الْمُقِيتُ আল-মুক্বীত লালনপালনকারী
৪০.الْحَسِيبُ আল-হ়াসীব মীমাংসাকারী
৪১. الْجَلِيلُ আল-জালীল গৌরবান্বিত
৪২.الْكَرِيمُ আল-কারীম উদার, অকৃপণ
৪৩.الرَّقِيبُ আর-রক্বীব সদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৪.الْمُجِيبُ আল-মুজীব সাড়া দানকারী, উত্তরদাতা
৪৫.الْوَاسِعُ আল-ওয়াসি’ অসীম, সর্বত্র বিরাজমান
৪৬.الْحَكِيمُ আল-হ়াকীম সুবিজ্ঞ, সুদক্ষ
৪৭.الْوَدُودُ আল-ওয়াদূদ স্নেহশীল
৪৮.الْمَجِيدُ আল-মাজীদ মহিমান্বিত
৪৯.الْبَاعِثُ আল-বা‘ইস় পুনরুত্থানকারী
৫০.الشَّهِيدُ আশ-শাহীদ সাক্ষ্যদানকারী
৫১. الْحَقُّ আল-হাক্ক্ব প্রকৃত সত্য,
৫২.الْوَكِيلُ আল-ওয়াকীল সহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল
৫৩.الْقَوِيُّ আল-ক্বউই ক্ষমতাশালী
৫৪.الْمَتِينُ আল মাতীন সুদৃঢ়, সুস্থির
৫৫.الْوَلِيُّ আল-ওয়ালিই বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী
৫৬.الْحَمِيدُ আল-হ়ামীদ সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৭.الْمُحْصِي আল-মুহ়সী বর্ণনাকারী, গণনাকারী
৫৮.الْمُبْدِئُ আল-মুব্দি’ অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৫৯.الْمُعِيدُ আল-মু’ঈদ পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬০.الْمُحْيِي আল-মুহ়ীই জীবনদানকারী
৬১.الْمُمِيتُ আল-মুমীত ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬২.الْحَيُّ আল-হ়াইই চিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৩.الْقَيُّومُ আল-ক্বইয়ূম অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৪.الْوَاجِدُ আল-ওয়াজিদ পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৫.الْمَاجِدُ আল-মাজিদ সুপ্রসিদ্ধ
৬৬.الْوَاحِدُ আল-ওয়াহ়িদ এক, অনন্য, অদ্বিতীয়
৬৭.الصَّمَدُ আস-সমাদ চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৮.الْقَادِرُ আল-ক্বদির সর্বশক্তিমান
৬৯.الْمُقْتَدِرُ আল-মুক্বতাদির প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭০.الْمُقَدِّمُ আল-মুক্বদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭১. الْمُؤَخِّرُ আল-মুআক্ষির বিলম্বকারী
৭২.الْأَوَّلُ আল-আউয়াল সর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৩ الْآخِرُ আল-আখির সর্বশেষ, যার কোন শেষ নাই
৭৪.الظَّاهِرُ আজ়-জ়়হির সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৫.الْبَاطِنُ আল-বাত়িন লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৬.الْوَالِيَ আল-ওয়ালি সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৭.الْمُتَعَالِي আল-মুতা’আলী সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৮.الْبَرُّ আল-বার্র কল্যাণকারী
৭৯.التَّوَّابُ আত-তাওয়াব বিনম্র, সর্বদা আবর্তিতমান
৮০.الْمُنْتَقِمُ আল-মুন্তাক্বিম প্রতিফল প্রদানকারী
৮১.الْعَفُوُّ আল-’আফুউ শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮২.الرَّءُوفُ আর-র’ওফ সদয়, সমবেদনা প্রকাশকারী
৮৩.مَالِكُ الْمُلْكِ মালিকুল মুলক্সা র্বভৌম ক্ষমতার অধিকারী
৮৪.ذُو الْجَلَاজ়়ুল জালালি ওয়াল ইকরম মর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৫.الْمُقْسِطُ আল-মুক্বসিত় ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৬.الْجَامِعُ আল-জামি’ একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৭.الْغَنِيُّ আল-গ’নিই ঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৮.الْمُغْنِي আল-মুগ’নি সমৃদ্ধকারী, উদ্ধারকারী
৮৯.الْمَانِعُ আল-মানি’ প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯০ الضَّارُّ আদ়-দ়়র্র যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯১. النَّافِعُ আন-নাফি’ অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯২النُّورُ আন-নূর আলোক
৯৩.الْهَادِي আল-হাদী পথপ্রদর্শক
৯৪.الْبَدِيعُ আল-বাদী’ অতুলনীয়, অনিধগম্য (Unattainable),
৯৫.الْبَاقِي আল-বাকী অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৬.الْوَارِثُ আল-ওয়ারিস় সবকিছুর উত্তরাধিকারী
৯৭.الرَّشِيدُ আর-রশীদ সঠিক পথের নির্দেশক
৯৮.الصَّبُورُ আস-সবূর ধৈর্যশীল
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
great post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Allah is almighty !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very nice.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
May Allah bless you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit