বাংলা অর্থ সহ মহান আল্লাহর ৯৯ টি নাম

in allah •  3 years ago  (edited)

ক্রমিক নং নাম বাংলা অর্থ
১. الرَّحْمَنُ আর-রহ়মান সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
২. الرَّحِيمُ আর-রহ়ীম সবচাইতে ক্ষমাশীল
৩. الْمَلِكُ আল-মালিক অধিপতি
৪. الْقُدُّوسُ আল-ক্বুদ্দূস পূতঃপবিত্র, নিখুঁত
৫. السَّلَامُ আস-সালাম শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা
৬. الْمُؤْمِنُ আল-মু’মিন জামিনদার, সত্য ঘোষণাকারী
৭. الْمُهَيْمِنُ আল-মুহাইমিন অভিভাবক, প্রতিপালক
৮. الْعَزِيزُ আল-’আযীয সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
৯. الْجَبَّارُ আল-জাব্বার দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত
১০. الْمُتَكَبِّرُ আল-মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১১. الْخَالِقُ আল-খলিক্ব সৃষ্টিকর্তা, (শূন্য থেকে)
১২ الْبَارِئُ আল-বারি’ বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৩. الْمُصَوِّرُ আল-মুসউয়ির আকৃতিদানকারী
১৪. الْغَفَّارُ আল-গফ্ফার পুনঃপুনঃ মার্জনাকারী
১৫.الْقَهَّارُ আল-ক্বহ্হার দমনকারী
১৬.الْوَهَّابُ আল-ওয়াহ্হাব স্থাপনকারী
১৭. الرَّزَّاقُ আর-রযযাক্ব প্রদানকারী
১৮. الْفَتَّاحُ আল-ফাত্তাহ় প্রারম্ভকারী, বিজয়দানকারী
১৯. الْعَلِيمُ আল-’আলীম সর্বজ্ঞানী, সর্বদর্শী
২০.الْقَابِضُ আল-ক্ববিদ় নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২১. الْبَاسِطُ আল-বাসিত প্রসারণকারী
২২.الْخَافِضُ আল-খ়¯ফিদ় (অবিশ্বাসীদের) অপমানকারী
২৩.الرَّافِعُ আর-ঢ়¯ফি’ উন্নীতকারী
২৪.الْمُعِزُّ আল-মু’ইয্ব সম্মানপ্রদানকারী
২৫.الْمُذِلُّ আল-মুঝ়িল সম্মানহরণকারী
২৬.السَّمِيعُ আস-সামী’ সর্বশ্রোতা
২৭. الْبَصِيرُ আল-বাসী়র সর্বদ্রষ্টা
২৮.الْحَكَمُ আল-হা়কাম বিচারপতি
২৯.الْعَدْلُ আল-’আদল্ নিখুঁত
৩০.اللَّطِيفُ আল-লাতীফ অমায়িক
৩১.الْخَبِيرُ আল-খবীর সম্যক অবগত
৩২.الْحَلِيمُ আল-হ়ালীম ধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৩.الْعَظِيمُ আল-’আযীম সুমহান
৩৪.الْغَفُورُ আল-গ’ফূর মার্জনাকারী
৩৫.الشَّكُورُ আশ-শাকূর সুবিবেচক
৩৬.الْعَلِيُّ আল-’আলিই মহীয়ান
৩৭.الْكَبِيرُ আল-কাবীর সুমহান
৩৮.الْحَفِيظُ আল-হ়াফীয সংরক্ষণকারী
৩৯.الْمُقِيتُ আল-মুক্বীত লালনপালনকারী
৪০.الْحَسِيبُ আল-হ়াসীব মীমাংসাকারী
৪১. الْجَلِيلُ আল-জালীল গৌরবান্বিত
৪২.الْكَرِيمُ আল-কারীম উদার, অকৃপণ
৪৩.الرَّقِيبُ আর-রক্বীব সদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৪.الْمُجِيبُ আল-মুজীব সাড়া দানকারী, উত্তরদাতা
৪৫.الْوَاسِعُ আল-ওয়াসি’ অসীম, সর্বত্র বিরাজমান
৪৬.الْحَكِيمُ আল-হ়াকীম সুবিজ্ঞ, সুদক্ষ
৪৭.الْوَدُودُ আল-ওয়াদূদ স্নেহশীল
৪৮.الْمَجِيدُ আল-মাজীদ মহিমান্বিত
৪৯.الْبَاعِثُ আল-বা‘ইস় পুনরুত্থানকারী
৫০.الشَّهِيدُ আশ-শাহীদ সাক্ষ্যদানকারী
৫১. الْحَقُّ আল-হাক্ক্ব প্রকৃত সত্য,
৫২.الْوَكِيلُ আল-ওয়াকীল সহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল
৫৩.الْقَوِيُّ আল-ক্বউই ক্ষমতাশালী
৫৪.الْمَتِينُ আল মাতীন সুদৃঢ়, সুস্থির
৫৫.الْوَلِيُّ আল-ওয়ালিই বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী
৫৬.الْحَمِيدُ আল-হ়ামীদ সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৭.الْمُحْصِي আল-মুহ়সী বর্ণনাকারী, গণনাকারী
৫৮.الْمُبْدِئُ আল-মুব্দি’ অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৫৯.الْمُعِيدُ আল-মু’ঈদ পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬০.الْمُحْيِي আল-মুহ়ীই জীবনদানকারী
৬১.الْمُمِيتُ আল-মুমীত ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬২.الْحَيُّ আল-হ়াইই চিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৩.الْقَيُّومُ আল-ক্বইয়ূম অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৪.الْوَاجِدُ আল-ওয়াজিদ পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৫.الْمَاجِدُ আল-মাজিদ সুপ্রসিদ্ধ
৬৬.الْوَاحِدُ আল-ওয়াহ়িদ এক, অনন্য, অদ্বিতীয়
৬৭.الصَّمَدُ আস-সমাদ চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৮.الْقَادِرُ আল-ক্বদির সর্বশক্তিমান
৬৯.الْمُقْتَدِرُ আল-মুক্বতাদির প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭০.الْمُقَدِّمُ আল-মুক্বদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭১. الْمُؤَخِّرُ আল-মুআক্ষির বিলম্বকারী
৭২.الْأَوَّلُ আল-আউয়াল সর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৩ الْآخِرُ আল-আখির সর্বশেষ, যার কোন শেষ নাই
৭৪.الظَّاهِرُ আজ়-জ়়হির সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৫.الْبَاطِنُ আল-বাত়িন লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৬.الْوَالِيَ আল-ওয়ালি সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৭.الْمُتَعَالِي আল-মুতা’আলী সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৮.الْبَرُّ আল-বার্র কল্যাণকারী
৭৯.التَّوَّابُ আত-তাওয়াব বিনম্র, সর্বদা আবর্তিতমান
৮০.الْمُنْتَقِمُ আল-মুন্তাক্বিম প্রতিফল প্রদানকারী
৮১.الْعَفُوُّ আল-’আফুউ শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮২.الرَّءُوفُ আর-র’ওফ সদয়, সমবেদনা প্রকাশকারী
৮৩.مَالِكُ الْمُلْكِ মালিকুল মুলক্সা র্বভৌম ক্ষমতার অধিকারী
৮৪.ذُو الْجَلَاজ়়ুল জালালি ওয়াল ইকরম মর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৫.الْمُقْسِطُ আল-মুক্বসিত় ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৬.الْجَامِعُ আল-জামি’ একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৭.الْغَنِيُّ আল-গ’নিই ঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৮.الْمُغْنِي আল-মুগ’নি সমৃদ্ধকারী, উদ্ধারকারী
৮৯.الْمَانِعُ আল-মানি’ প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯০ الضَّارُّ আদ়-দ়়র্র যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯১. النَّافِعُ আন-নাফি’ অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯২النُّورُ আন-নূর আলোক
৯৩.الْهَادِي আল-হাদী পথপ্রদর্শক
৯৪.الْبَدِيعُ আল-বাদী’ অতুলনীয়, অনিধগম্য (Unattainable),
৯৫.الْبَاقِي আল-বাকী অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৬.الْوَارِثُ আল-ওয়ারিস় সবকিছুর উত্তরাধিকারী
৯৭.الرَّشِيدُ আর-রশীদ সঠিক পথের নির্দেশক
৯৮.الصَّبُورُ আস-সবূর ধৈর্যশীল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

great post

Nice post

Allah is almighty !

Very nice.

May Allah bless you