আমার বাংলা ব্লগ
🥀 "সবাইকে স্বাগতম" 🥀
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞
নমস্কার- আদাব।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷
হ্যালো, বন্ধুরা নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম ৷আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ৷সব সময় ভালো থাকুন এই প্রত্যাশা সবসময় রাখছি আপনাকে মাঝে ৷ যাইহোক আজকে আমি আপনাদের মাঝে আমার করা এই সপ্তাহের ছয়টি পোষ্টের রিভিউ উপস্থাপন করবো৷করবো৷ তাহলে চলুন দেখে আসা যাক আমার এই সপ্তাহের ছয়টি পোস্ট৷
প্রথম
সুখ একটা ছোট্ট শব্দ
সুখ একটি ছোট্ট শব্দ এ পোস্টটি করেছিলাম গত শুক্রবার ৷ সত্যি বলতে আমরা সুখের জন্য কত কিছুই না করি ৷আসলে সুখটা কি কখন কিভাবে আসে কিভাবে চলে যায়৷ আমরা কখনো উপলব্ধি করতে পেরেছি৷ আসলে সুখটা হলো একটা অভ্যন্তরীণ বিষয় আমরা এটাকে যেভাবে উপলব্ধি করব ঠিক সেভাবেই সুখটাকে গ্রহণ করতে পারব৷ আর সবচেয়ে বাস্তবতম কথা হচ্ছে যেটুকু আছে সেটুকু নিয়ে থাকার মাঝেই সবচেয়ে বেশি সুখ আছে৷
আর এমনটা কিছু নিয়েই সেদিন সুখ নিয়ে একটি পোস্ট করেছিলাম৷
দ্বিতীয়
বাড়িতে পরে থাকা পুরনো হারিকেনটি
বাড়িতে পড়ে থাকা পুরনো হারিকেনটি এই নিয়ে একটি পোস্ট করেছিলাম আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন৷ আসলে বর্তমানে বেশ কয়েক মাস ধরে যে হারে বিদ্যুৎ লোডশেডিং দেখা দিচ্ছে তাতে জনসাধারণ অতিষ্ট হয়ে পড়েছে৷ আর আমার বাড়িতে সেই পুরনো দিনের হারিকেনটি ছিল৷ হারিকেনটিকে পরিষ্কার করে আবার জ্বালানোর চেষ্টা করেছিলাম সেদিন৷ আর এই নিয়েই সেদিন একটি পোস্ট শেয়ার করেছিলাম যেটা ছিল গত শনিবার৷
তৃতীয়
সন্ধ্যা মালতি ফুলের আলোকচিত্র
সন্ধ্যা মালতি ফুলের আলোকচিত্র পোস্টটি আমার কাছে একটি সেরা পোস্ট ছিল৷ আসলে আমার ঘরের কোণে থাকা ফুল গাছটি আস্তে আস্তে বড় হয়ে একটা পর্যায়ে বড় হয় ৷আর তাতে খুব চমৎকার ফুল ফুটেছিল যে ফুলগুলোর একটি নিয়ম নীতি ছিল৷ সারাদিন ফুলগুলো ফুটুক বা না ফুটুক বিকেল শেষে ঠিক সন্ধ্যাবেলা ফুলগুলো কি সুন্দর ভাবে ফুটে৷ আর এর কারণেই এই ফুলগুলোর নাম সন্ধ্যা মালতী ফুল৷ সত্যি বলতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর আর দুই রঙের৷
চতুর্থ
প্রথম মোবাইল ফোন হাতে পাওয়ার অনুভূতি
আমার বাংলা ব্লক কমিউনিটি খুব সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছে ৷ যে প্রথম জীবনে মোবাইল ফোন হাতে পাওয়ার অনুভূতি৷ আমাদের প্রত্যেক জীবনে সবার জীবনে প্রথম মোবাইল ফোন নিয়েছি তখন যে কি অনুভূতি ছিল ৷তা আসলে এই পোস্টের মাধ্যমে বলে বোঝানো যাবে না ৷তবে যতটুকু পেরেছি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছি৷
পঞ্চম
চকচক করলেই হয় না সোনা
চকচক করলেই হয় না সোনা এ পোস্ট আমি করেছিলাম মূলত একটি কারণে ৷ সেটি হলো গত কয়েক দিন আগে আমি একটি মেলায় গিয়েছিলাম যেখানে কিছু প্লাস্টিকের নকল ফুলের দোকান দেখতে পাই৷ ফুলগুলো রঙ্গে বেরঙ্গে দেখতে বেশ চমৎকার ছিল কিন্তু সেই ফুলগুলো ছিল প্লাস্টিকের ফুল৷ আর তখন থেকেই মনে একটা প্রশ্ন জাগে ৷ যে আসলেই চকচক করলে সোনা হয় না যেটা তার বাস্তব প্রমাণ পেয়েছি প্লাস্টিকের ফুল গুলো দেখে ৷ আর এ নিয়েই পোস্টটা লিখেছিলাম৷
ষষ্ঠ
লেডি ড্রাইভার
নাটক রিভিউ লেডি ড্রাইভার নাটকটি গতকাল আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম ৷ আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ৷ একটি মেয়ে হয়েও যেভাবে সংসারে হাল ধরে ছিল তাতে অনেক কিছু শেখার ছিল৷ হাজারো কষ্ট হয়েও হাসিমুখে তার জীবনের প্রতি অটল ছিল আর একটা পর্যায়ে মেয়েটা সফলতার মুখ দেখতে পেল ৷নাটক টি অনেক জনপ্রিয়তা ছিল ৷
তো বন্ধুরা আজকের মত আমার এই সপ্তাহের করা ছয়টি পোষ্টের রিভিউ ৷আবারো নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে প্রত্যাশা রেখে আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি৷
সবাই ভালো থাকো সুস্থ থাকুন ও নিরাপদে চলুন৷
ধন্যবাদ
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷
প্রথম |
---|
সুখ একটি ছোট্ট শব্দ এ পোস্টটি করেছিলাম গত শুক্রবার ৷ সত্যি বলতে আমরা সুখের জন্য কত কিছুই না করি ৷আসলে সুখটা কি কখন কিভাবে আসে কিভাবে চলে যায়৷ আমরা কখনো উপলব্ধি করতে পেরেছি৷ আসলে সুখটা হলো একটা অভ্যন্তরীণ বিষয় আমরা এটাকে যেভাবে উপলব্ধি করব ঠিক সেভাবেই সুখটাকে গ্রহণ করতে পারব৷ আর সবচেয়ে বাস্তবতম কথা হচ্ছে যেটুকু আছে সেটুকু নিয়ে থাকার মাঝেই সবচেয়ে বেশি সুখ আছে৷
আর এমনটা কিছু নিয়েই সেদিন সুখ নিয়ে একটি পোস্ট করেছিলাম৷
দ্বিতীয় |
---|
বাড়িতে পড়ে থাকা পুরনো হারিকেনটি এই নিয়ে একটি পোস্ট করেছিলাম আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন৷ আসলে বর্তমানে বেশ কয়েক মাস ধরে যে হারে বিদ্যুৎ লোডশেডিং দেখা দিচ্ছে তাতে জনসাধারণ অতিষ্ট হয়ে পড়েছে৷ আর আমার বাড়িতে সেই পুরনো দিনের হারিকেনটি ছিল৷ হারিকেনটিকে পরিষ্কার করে আবার জ্বালানোর চেষ্টা করেছিলাম সেদিন৷ আর এই নিয়েই সেদিন একটি পোস্ট শেয়ার করেছিলাম যেটা ছিল গত শনিবার৷
তৃতীয় |
---|
সন্ধ্যা মালতি ফুলের আলোকচিত্র পোস্টটি আমার কাছে একটি সেরা পোস্ট ছিল৷ আসলে আমার ঘরের কোণে থাকা ফুল গাছটি আস্তে আস্তে বড় হয়ে একটা পর্যায়ে বড় হয় ৷আর তাতে খুব চমৎকার ফুল ফুটেছিল যে ফুলগুলোর একটি নিয়ম নীতি ছিল৷ সারাদিন ফুলগুলো ফুটুক বা না ফুটুক বিকেল শেষে ঠিক সন্ধ্যাবেলা ফুলগুলো কি সুন্দর ভাবে ফুটে৷ আর এর কারণেই এই ফুলগুলোর নাম সন্ধ্যা মালতী ফুল৷ সত্যি বলতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর আর দুই রঙের৷
চতুর্থ |
---|
আমার বাংলা ব্লক কমিউনিটি খুব সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছে ৷ যে প্রথম জীবনে মোবাইল ফোন হাতে পাওয়ার অনুভূতি৷ আমাদের প্রত্যেক জীবনে সবার জীবনে প্রথম মোবাইল ফোন নিয়েছি তখন যে কি অনুভূতি ছিল ৷তা আসলে এই পোস্টের মাধ্যমে বলে বোঝানো যাবে না ৷তবে যতটুকু পেরেছি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছি৷
পঞ্চম |
---|
চকচক করলেই হয় না সোনা এ পোস্ট আমি করেছিলাম মূলত একটি কারণে ৷ সেটি হলো গত কয়েক দিন আগে আমি একটি মেলায় গিয়েছিলাম যেখানে কিছু প্লাস্টিকের নকল ফুলের দোকান দেখতে পাই৷ ফুলগুলো রঙ্গে বেরঙ্গে দেখতে বেশ চমৎকার ছিল কিন্তু সেই ফুলগুলো ছিল প্লাস্টিকের ফুল৷ আর তখন থেকেই মনে একটা প্রশ্ন জাগে ৷ যে আসলেই চকচক করলে সোনা হয় না যেটা তার বাস্তব প্রমাণ পেয়েছি প্লাস্টিকের ফুল গুলো দেখে ৷ আর এ নিয়েই পোস্টটা লিখেছিলাম৷
ষষ্ঠ |
---|
নাটক রিভিউ লেডি ড্রাইভার নাটকটি গতকাল আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম ৷ আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ৷ একটি মেয়ে হয়েও যেভাবে সংসারে হাল ধরে ছিল তাতে অনেক কিছু শেখার ছিল৷ হাজারো কষ্ট হয়েও হাসিমুখে তার জীবনের প্রতি অটল ছিল আর একটা পর্যায়ে মেয়েটা সফলতার মুখ দেখতে পেল ৷নাটক টি অনেক জনপ্রিয়তা ছিল ৷
তো বন্ধুরা আজকের মত আমার এই সপ্তাহের করা ছয়টি পোষ্টের রিভিউ ৷আবারো নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে প্রত্যাশা রেখে আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি৷
সবাই ভালো থাকো সুস্থ থাকুন ও নিরাপদে চলুন৷
যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। বর্তমানে হারিকেন এই গান গায় হা হা হা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম হুম ঠিক ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit