: শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের বাংলার শিক্ষক ইন্দ্রজিৎ দে।
অনেক ছাত্রছাত্রীর মনে হয়, বাংলায় কখনওই বেশ নম্বর তোলা সম্ভব নয়। তবে কৌশলগত সঠিক অনুশীলনে বাংলাতেও খুব ভাল নম্বর তোলা যায়। কীভাবে মাথা ঠান্ডা রেখে বাংলায় ভাল নম্বর তোলা যাবে, পরীক্ষার্থীদের জানালেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের বাংলার শিক্ষক ইন্দ্রজিৎ দে...
অনেক ছাত্রছাত্রীর মনে হয়, বাংলায় কখনওই বেশ নম্বর তোলা সম্ভব নয়।
তবে কৌশলগত সঠিক অনুশীলনে বাংলাতেও খুব ভাল নম্বর তোলা যায়।
Madhyamik 2023 Bengali Last Minute Suggestion: আর মাত্র কয়েকটা দিন, জীবনের প্রথম বড় পরীক্ষা- বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক (Madhyamik Examination 2023)। মাঝে হাতে গোনা মাত্র কয়েকটা দিন। স্বভাবতই একটা টেনশন কাজ করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে অফলাইনে (পুরনো নিয়মে বিদ্যালয়ের কক্ষে) বাংলা বোর্ডের পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল নম্বর তোলার জন্য পরীক্ষার্থীদের অবশ্যই সমস্ত সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে।
অনেক ছাত্রছাত্রীর মনে হয়, বাংলায় কখনওই বেশ নম্বর তোলা সম্ভব নয়। তবে এই ধারণা সঠিক নয়। কৌশলগত সঠিক অনুশীলনে বাংলাতেও খুব ভাল নম্বর তোলা যায়। এমনটাই মত মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের বাংলার শিক্ষক ইন্দ্রজিৎ দে’র। কীভাবে মাথা ঠান্ডা রেখে বাংলা পরীক্ষায় ভাল নম্বর তোলা যাবে, পরীক্ষার শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার্থীদের বিস্তারিত জানালেন তিনি।
আরও পড়ুন: মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর কীভাবে? ৭ টিপস দিলেন বিশিষ্ট শিক্ষক
MCQ-এর জন্য কোনও সাজেশন নয়, পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। যে কোনও একটা পংক্তি তুলে প্রশ্ন আসতে পারে। কবিতার ক্ষেত্রে ৫টার মধ্যে উত্তর দিতে হবে ৪টের প্রশ্নের। গদ্যের ক্ষেত্রে উত্তর দিতে হবে ৫টার মধ্যে ৪টে প্রশ্নের। ব্যাকরণের ক্ষেত্রে ১০টা প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৮টার। প্রবন্ধের ক্ষেত্রে ৪টে প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৩ প্রশ্নের।
গত বছর যে সব প্রশ্ন এসেছিল সেগুলি বাদ দিয়ে বাকি যা সামনে রয়েছে তাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেব। সাধারণত দুটো প্রবন্ধের মধ্যে থেকে একটা বেছে নেওয়ার সুযোগ থাকে। দুটো প্রবন্ধ থেকেই দুটো প্রশ্ন আসবেই। গোটা উপন্যাসের ক্ষেত্রে প্রশ্ন নির্বাচন বা সাজেশন নয়, পুরো উপন্যাসটাই খুঁটিয়ে পড়া প্রয়োজন।
ব্যাকরণের ক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে সাজেশন দেওয়া সম্ভব নয়। তবে পড়ুয়াদের সুবিধার্থে বেশ কিছু মডেল প্রশ্নের বিষয়ে বলা যেতে পারে। করণ, সমাস, কারক-অকারক সম্পর্ক, বাচ্য, বাক্য প্রতিটি ক্ষেত্রে সংজ্ঞার সঙ্গে উদাহরণও পড়তে হবে।
অনুবাদ লেখার ক্ষেত্রে বুলেট পয়েন্ট দিয়ে ছোট ছোট লাইনে অনুবাদ করতে হবে। ছোট ছোট লাইনে ভাগ করে লিখতে পারলে নম্বর বিভাজনে সুবিধা হবে। সঠিক লিখলে নম্বরও কাটার সুযোগও থাকবে না।
খাতা কীভাবে সাজাতে হবে?
খাতায় পেন্সিল দিয়ে মার্জিন টেনে নিতে হবে। কোনও উদ্ধৃতি ব্যবহার করার ক্ষেত্রে বাঁদিক এবং ডানদিকে কিছুটা জায়গা ছেড়ে মাঝখান থেকে লিখতে হবে। হাইলাইট করার জন্য কালি পরিবর্তনের প্রয়োজন নেই। তবে যদি ইচ্ছে হয়, সময় থাকে, তাহলে নীল বা কালো কালির মধ্যেই সীমাবদ্ধ থাকা ভাল। মনে রাখতে হবে, কোনও ভাবেই খাতায় সবুজ বা লাল কালির ব্যবহার করা যাবে না। প্রশ্নের ভাগ করার ক্ষেত্রে বুলেট মার্কিং করতে হবে। কোনও কবিতা বা গদ্যের উত্তরের ক্ষেত্রে উৎস উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ, কার লেখা এবং কোথা থেকে সেটি নেওয়া হয়েছে ইত্যাদি। কবি বা লেখকের নামের আগে বিশেষণ ব্যবহার করা উচিত।
টাইম ম্যানেজমেন্ট:
পরীক্ষার শুরু থেকেই প্রশ্নের উত্তর লেখার জন্য সঠিক সময় বিভাজনের উপর বিশেষ নজর রাখতে হবে। কারণ, তা না হলে সময় মতো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। MCQ আর SAQ মিলিয়ে মোট ৩৬ নম্বরের জন্য ১ ঘণ্টা সময় নেওয়া যেতে পারে। ৫ নম্বরের প্রশ্নের জন্য গড়ে ১০ থেকে ১২ মিনিট সময় নেওয়া যেতে পারে।