সপ্তাহ দু'য়েক পূর্বে ২১শে ডিসেম্বর "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত যেমন খুশি তেমন সাজো নামে ৫০ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির মডারেটর কিংপ্রোস (@kingporos) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল দু'সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । সবাই নিজের নিজের অদ্ভুত সাজ আমাদের সামনে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।
এবারের কন্টেস্টের বিষয়টি আমার কাছে স্পেশ্যাল ছিল । কারণ, ছোটবেলায় আমরা নিজেরাই "Go As You Like"-এ পার্টিসিপেট করে যথেষ্ঠ আনন্দলাভ করেছি । আমিও ছোটবেলায় অনেকবারই টিপু সুলতান, সিন্দবাদ, বাঘ আর বাঁদর সেজেছি । অসম্ভব প্রিয় ছিল এই "যেমন খুশি তেমন সাজো" সাজা । তাই আমিও খুব এক্সসাইটেড ছিলাম এবারের কন্টেস্টে । ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্টদেরকে । "যেমন খুশি তেমন সাজো" কন্টেস্টে পার্টিসিপেট করে সি ফোটোগ্রাফস এভাবে আমাদেরকে শেয়ার করে আনন্দ দানের জন্য ।
এর পূর্বে কমিউনিটির মডারেটর সিয়াম (@alsarzilsiam) মডারেটর প্যানেল থেকে যে ২৪৫ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৫০ : "যেমন খুশি তেমন সাজো"-র সকল পুরস্কার প্রদান ।
পুরস্কার
প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৪০ স্টিম । এর পরে আমি দু'টো স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । এবারের প্রথম স্পেশ্যাল অ্যাওয়ার্ড এর মোট মূল্য ছিল ১০৫ স্টিম। মোট ৭ জন পার্টিসিপেন্ট-এর প্রত্যেককে ১৫ স্টিম করে অলরেডি প্রদান করা হয়ে গিয়েছে । দ্বিতীয় স্পেশ্যাল অ্যাওয়ার্ড হিসেবে মোট তিনজনকে বাছাই করে তাঁদের প্রত্যেককে ২৫ ডলারের আপভোট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি । এই তিনজন হলেন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ।এটাই হলো বিশেষ পুরস্কার ।
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Contest 50 :: Places & Prizes
|Winners|
Places Steemit ID
1st @tasonya
2nd @ah-agim
3rd @bdwomen