আসসালামু আলাইকুম 😊
কেমন আছেন সবাই?আমি আজকে একটু ভিন্ন রকম জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো পাওয়ার ব্যাংক নির্বাচনের সময় কতিপয় কিছু বিষয় মাথায় রাখা☺
শাওমি ফোন আমাদেরকে পাওয়ার ব্যাংকের কথা/প্রয়োজনীয়তা মোটামুটি ভুলিয়ে দিতে পেরেছে। তবুও অনেকের এলাকায় ইলেক্ট্রিসিটির ঝামেলা থাকায় বা ট্যুর এ যাওয়ার সময় একটা পাওয়ার ব্যাংক এর প্রয়োজনীয়তা অনুভব করেন। তো পাওয়ার ব্যাংক কেনার সময় কিছু জিনিস লক্ষ্য রাখা উচিৎ। যা আপনার পাওয়ার ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করতে পারে। চলুন হালকা করে জানা যাক-
★পাওয়ার ব্যাংকের ক্ষমতাঃ- পাওয়ার ব্যাংক কেনার সময় প্রথমেই আমাদের অনুমান করতে হবে যে, এইটা দিয়ে আমাদের ফোন বা অন্য ডিভাইস কতবার চার্জ দেয়া যাবে অথবা কতোবার ডিভাইস টা ফুল চার্জ করা দরকার। এক্ষেত্রে আমরা সাধারন ভাবে একটা হিসাব করি যে, যদি ২০০০০ mah এর পাওয়ার ব্যাংক হয় আর ফোনের ব্যাটারি যদি ৪০০০ mah এর হয় তাহলে আমরা ৫ বার (২০০০০÷৪০০০=৫) ফোনটা ফুল চার্জ দিতে পারবো। কিন্তু এই হিসাব মোটেও বাস্তবসম্মত নয়। কোন ইলেকট্রিক ডিভাইস ই শতভাগ কর্মদক্ষতা দিতে পারে না। আনুমানিক হিসেবে ধরা যাক যে আপনার পাওয়ার ব্যাংকটি ৯০% কর্মদক্ষ। সেই হিসেবে পাওয়ার ব্যাংকটির প্রকৃত ক্ষমতা হয়ে গেলো ১৮০০০ mah। আবার পাওয়ার ব্যাংক থেকে ফোনে চার্জ দেয়ার সময় কিছু না কিছু ইলেক্ট্রিক চার্জ ত লস হবে ই। তাহলে ধরে নিলাম ৫০০ mah লস হলো। তাহলে প্রকৃত ক্ষমতা দাড়ালো ১৭৫০০ mah। এইবার এই ক্যাপাসিটি দিয়া আপনার ফোনের ব্যাটারির mah রে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পাওয়ার ব্যাংকটার প্রকৃত ক্ষমতা। কিন্তু এইটাও এক্যুরেট কোন হিসাব না। কারন এই কর্মক্ষমতা কোম্পানি/পাওয়ার ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। হতে পারে এইটার প্রকৃত ক্ষমতা আরো কম বা বেশি। কিন্তু গায়ে যেটা লেখা থাকে ওইটা প্রকৃত ক্ষমতা না এইটা শিওর। তাই গুনভাগের হিসাবের আগে একটু যোগ বিয়োগের হিসাব টা করে নিতে হবে।
★চার্জিং রেট:- পাওয়ার ব্যাংক এ এক বা একাধিক পোর্ট থাকে। নরমালি এক পোর্ট ওয়ালা পাওয়ার ব্যাংকের পোর্টের আশেপাশে অ্যাম্পিয়ার রেট লিখা থাকে। যেমন নরমালি ১,২, ৪.৮ এমন হতে পারে। যদি ১ অ্যাম্পিয়ার হয় তাহলে ওইটা কচ্ছপের গতিতে ফোনকে চার্জ করবে এবং চার্জে লাগিয়ে ফোন ইউজ ও করা যাবে না। এতে উলটা ব্যাটারি ড্রেইন আউট হতে পারে। ধরা যাক দুইটা পোর্ট ওয়ালা একটা পাওয়ার ব্যাংকের ৪.৮ অ্যাম্পিয়ার রেটিং দেয়া আছে। এক্ষেত্রে চাইলে আপনি একই সাথে দুইটা ডিভাইস কে চার্জ দিতে পারবেন। দুই পোর্ট এ সমানভাবে চার্জ হবে এবং এইটায় আপনি চার্জে দেয়া অবস্থায় ফোন ইউজ ও করতে পারবেন।
★ফাস্ট চার্জিংঃ- যদি আপনার ডিভাইস ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন একটা পাওয়ার ব্যাংক কিনলে ভালো। একই সাথে যদি পাওয়ার ব্যাংক টা ও ফাস্ট চার্জ হয় তাহলে তো কথা ই নেই।
★পাস থ্রু চার্জিংঃ- এইটা আপনার সবচেয়ে কাজে দিবে ট্যুরে গেলে। ধরা যাক আপনার ফোন একটা আর পাওয়ার ব্যাংক একটা, চার্জার ও একটা। এক্ষেত্রে যদি পাওয়ার ব্যাংক পাস থ্রু চার্জিং সাপোর্ট করে তাহলে আপনি পাওয়ার এডাপ্টারের সাথে পাওয়ার ব্যাংক টা কানেক্ট করবেন, পাওয়ার ব্যাংক এর সাথে ফোন কানেক্ট করবেন। তাহলে প্রথমে ফোনটা চার্জ হবে তারপর পাওয়ার ব্যাংক টা চার্জ হবে। শেষ রাতে ঘুম থেকে উঠে ফোন চার্জ থেকে খুলে পাওয়ার ব্যাংক চার্জ দিতে হবেনা। সকালে উঠে দেখবেন দুইটাই ফুল চার্জড্। আর এর জন্য দুইটা চার্জার নেয়ার প্যারাও সহ্য করতে হবে না।
★পোর্টঃ- যদি এক সাথে দুই/তিন/চার টা ডিভাইস চার্জ দিতে চান তাহলে ততটা পোর্ট ওয়ালা পাওয়ার ব্যাংক খরিদ করবেন। আর বেশি পোর্ট হলে ভোল্টেজ ও অ্যাম্পিয়ার টা ও দেখে নিবেন (বেশি দেখে নিবেন) যেনো সব গুলা ডিভাইস একসাথে হ্যান্ডেল করতে পারে।
★নিরাপত্তাঃ- পাওয়ার ব্যাংকটি ওভার চার্জিং হলে কোন সমস্যা হবে কি না, ফোনের সাথে এবং এডাপ্টারের আউটপুটের সাথে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারে কি না, অথবা অধিক মাত্রায় গরম হয় কি না এইগুলা জেনে নিবেন।
★কোম্পানি নির্বাচনঃ- পাওয়ার ব্যাংক অবশ্যই অবশ্যই কোন ভালো একটা কোম্পানি বা যাদের ভালো জনপ্রিয়তা আছে তা দেখে কেনা উচিৎ। খারাপ কোম্পানির পাওয়ার ব্যাংকে অনেক ঝামেলা হতে পারে। যেমন ২০০০ mah এর পাওয়ার ব্যাংকে ৩০০০০ লেখা থাকতে পারে, চার্জিং স্লো হতে পারে, পাওয়ার ব্যাংক/ফোনের ব্যাটারি কিছুদিনেই ক্ষতিগ্রস্ত হতে পারে আরো অনেক ঝামেলা হতে পারে।
(এক্ষেত্রে শাওমি, এংকার, রিম্যাক্স সহ ভালো আরো অনেক ব্র্যান্ড আছে খোঁজখবর নিলেই জানতে পারবেন)
★গ্যারান্টি/ওয়ারেন্টি পলিসিঃ- ওয়ারেন্টি ওয়ালা পাওয়ার ব্যাংক কেনাটা সেফ। কিছু দেশি ব্র্যান্ড ৬ মাস বা এক বছরের রিপ্লেস ও দেয় ওইগুলা ও দেখতে পারেন।
আপাতত এই পর্যন্ত ই। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন😊
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://us.norton.com/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @thnshark! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit