আমাদের পার্সোনাল ইনফো যাতে লোকের কাছ থেকে লুকিয়ে রাখা যায়, ফোনে প্যাটার্ন লক সেই কারনেই । প্রত্যেকটা ফোনেই মোটামুটি কিছু বিলট ইন ফিচারস থাকে । সেই ফিচারসে ফোন নানান রকম ভাবে লক করা যায় । পিন হোক , পাসওয়ার্ড হোক , প্যাটার্ন হোক বা ফিঙ্গারপ্রিন্ট লক ।
কিন্তু খারাপ ব্যাপার হল , যদি নিজের পিন বা প্যাটার্ন আপনি ভুলে যান । আর যদি সেরকম কখনও কিছু হয়, তাহলে কি করবেন, জেনে রাখুন।
১ নং উপায়: রিকভারি মোড
লক স্ক্রিন খোলার বা রিমুভ করার এটা সহজ উপায়। কিচ্ছু নয়, সিম্পলি ফোনটিকে রিসেট করে দিন ফ্যাক্টরি রেস্টোর সেটিংসে গিয়ে। আর এটা করতে গেলে আগেভাগে আপনার ফোনটিকে রিকভারি মোডে রাখতে হবে।
ধাপ ১- ফোনের সুইচ অফ করুন। ভলিউম বাড়ানোর সুইচটি প্রেস করে হোল্ড করে রাখুন। একইসঙ্গে হোল্ড করুন হোম এবং পাওয়ার বাটনটিও। একসঙ্গে ভলিউম আপ, হোম ও পাওয়ার বাটন চেপে ধরে রাখলে রিকভারি মোডে চলে যাবে ফোন।
ধাপ ২- বুটলোডার ওপেন হয়ে গেলে রিকভারি মোড সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করুন।
ধাপ ৩- রিকভারি মোডে যাওয়ার পর ভলিউম ডাউন সিলেক্ট করুন, সিলেক্ট করুন 'Wipe data/factory reset' অপশনটিকে। মোবাইল এরপর আপনাআপনি রিবুট করে নেবে।
২ নং উপায়: সেফ মোডে ফোন বুট করুন
যদি আপনি কোনও থার্ড পার্টি লক স্ক্রিন ব্যবহার করে থাকেন, তাহলে এই উপায় কাজে দেবে। কিছু সেকেন্ডের জন্য পাওয়ার বাটন হোল্ড করে রাখুন। যতক্ষণ না টার্ন অফ ইওর ফোন অপশন আসে, ততক্ষণ। কয়েক সেকেন্ড পাওয়ার অফে ট্যাপ করে থাকলেই এন্টার সেফ মোডের অপশন আসবে। এই মোডে গেলে লক স্ক্রিনের ডেটা ইরেজ করে দেবে, আনইনস্টল করে দেবে আর রিবুট করিয়ে আবার ফোনকে সেফ মোডে নিয়ে আসবে।
৩ নং উপায়: অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে লক স্ক্রিন রিমুভ বা বাইপাস করা যায়। যদি আপনি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকেন, তাহলেই অবশ্য এটা কার্যকরী হবে।
ধাপ ১- জি মেল আইডি দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে লগ ইন করুন।
ধাপ ২- ডিভাইস কানেক্ট হয়ে গেলে লক বাটনে ক্লিক করুন। এরপরেই নতুন উইন্ডো চলে আসবে, কারেন্ট পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন রিপ্লেস করে নতুন পাসওয়ার্ড চাইবে ফোন।
ধাপ ৩- নতুন পাসওয়ার্ড দিয়ে দিন, ঝামেলা মিটে যাবে।
এবার প্লে স্টোরে ডাউনলোদ করা যাবে Google Maps Go
৪ নং উপায়: এডিবি ব্যবহার করুন
যদি USB debugging অপশন এনঅ্যাবল করে রাখেন তাহলেই কিন্তু এটি কাজ করবে। আর যদি আগে থেকে কপাল গুনে করে রাখেন, তাহলে আপনার ফোনটিকে আপনার পার্সোনাল কম্পিউটারে কানেক্ট করুন, কম্পিউটার কানেক্ট করুন এডিবির মাধ্যমে। কমান্ড প্রম্পট ওপেন করুন, কমান্ড টাইপ করুন. adb shell rm /data/system/gesture.key, এরপর এন্টার। ফোন রিবুট হয়ে যাবে, লক স্ক্রিনও পাল্টাতে পারবেন।
৫ নং উপায়: ফাইন্ড মাই মোবাইল সার্ভিস
স্যামসাং ফোন যদি ব্যবহার করে থাকেন, তাহলে এই অপশন কাজে লাগবে।
ধাপ ১- স্যামসাং অ্যাকাউন্টে যেন লগ ইন করা থাকে
ধাপ ২- লক মাই স্ক্রিন অপশনে ক্লিক করুন
ধাপ ৩- নতুন পিন দিন, লক বাটনে ক্লিক করুন
ধাপ ৪- পিন পাল্টে যাবে, নতুন পিন দিয়ে আনলক করতে পারেন।
ভুলে যাওয়া পিন বা প্যাটার্ন লক খোলার ক্ষেত্রে উপরের উপায় গুলো খুবই কার্যকরী । এছাড়াও যদি আপনাদের জানা ভুলে যাওয়া পিন বা প্যাটার্ন লক খোলার কোন পধতি জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভবিষ্যতে অ্যাড করে নেব ইনশা আল্লাহ
Thanks for tips for android phone. Carry on bro.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
tnx for cmnt
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @thnshark! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
You got a First Reply
Award for the number of comments
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
tnx for cmnt
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit