আমাদের কিছু অদ্ভুত বন্ধু আছে যাদের বাস্তবে দেখতে অতটা ভালো না হলেও ছবিতে ভালো লাগে। আবার তেমন কিছু অদ্ভুত বন্ধু আছে যাদের ছবিতে দেখলে চরম হাসি আসে। হয় তাদের চোখ বন্ধ হয়ে আছে, মাতালের মত লাগছে কিংবা চেহারাটা হাস্যকর হয়ে গেছে।
প্রাণীদের মধ্যেও কিন্তু এমন দল আছে। যাদের ছবি তোলার পর ছবিটি রূপ নিয়েছে চরম হাসির ছবিতে। তারা নিজেরাও হয়তো অনেক চেষ্টা করেছে ভালো ছবি তুলতে কিন্তু কপালের লিখন না যায় খন্ডন।
আহা! বাচ্চা হাতি
কি চমৎকার সাঁজ! কোন পার্লার থেকে করলেন?
হরিণটার দিকে তাকান।
এই আলপাকা বেচারা মডেল হতে চায়
আমি অসাধারণ
ঘুম ভাঙ্গার পরের অবস্থা
হেই কি খবর!
হাঁচি আসতেসে রে
nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit