"আমার বাংলা ব্লগ ১০০ তম হ্যাংআউট" এর বিশেষ পুরস্কার : লাইভ হ্যাংআউট কুইজ কনটেস্ট

in announcement •  2 years ago 

image.png

বিগত ১৮ই মে ২০২৩ ছিল "আমার বাংলা ব্লগের" ১০০ তম হ্যাংআউট । আপনারা জানেন আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দু'বছরে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা ও বাংলাদেশ সময় রাত ন'টায় আমার বাংলা ব্লগের ডিস্কোর্ড সার্ভারে হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে আসছে ।

এটি হলো সাপ্তাহিক হ্যাংআউট । মাসে ৪টি হ্যাংআউট হয়ে থাকে স্বাভাবিক নিয়মে । এছাড়াও বছরের কিছু বিশেষ দিনগুলিতে বৃহস্পতিবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও হ্যাংআউট হয়ে থাকে । সেই হিসেবে বছরে ৪৮ টা হ্যাংআউট এর পরিবর্তে ৫২-৫৫ টা হ্যাংআউট হয়ে থাকে বছরে ।

যাই হোক আমাদের কমিউনিটির দ্বিবর্ষপূর্তি হতে আর মাত্র কুড়ি দিন বাকি আছে । তার আগেই শততম হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে গেলো । এই হ্যাংআউট কে এবার অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । সময় ছিল ৩ ঘন্টা । বৃহস্পতিবার ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে হ্যাংআউট শুরু হয়ে গেলো । এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১০০ এর অধিক ছিল ।

হ্যাংআউট এর ফার্স্ট সেগমেন্টে ছিল আমার বাংলা ব্লগের সকল অ্যাডমিন এবং মডেরেটরদের সংক্ষিপ্ত বক্তব্য । সর্বপ্রথম আমি স্পিচ রাখি কমিউনিটির ফাউন্ডার হিসেবে । এরপরে আমার ভাই কমিউনিটির কো-ফাউন্ডার হিসেবে তার বক্তব্য তুলে ধরে । এরপর একে একে সবাই স্ব স্ব বক্তব্য তুলে ধরেন ।

এরপরে ছিল আমাদের কমিউনিটির সদ্য সমাপ্ত ৩৬ তম কন্টেস্টের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী পর্ব । এই পর্বটি প্রত্যেক হ্যাংআউট -এ একটু দীর্ঘায়িত করা হয়ে থাকে । কারণ ফল ঘোষণার পাশাপাশি প্রত্যেক বিজয়ীদেরকে তাঁদের কন্টেস্টে বিজয়ী হতে পারার অনুভূতি শেয়ার করতে বলা হয়ে থাকে । ফলে প্রায় ৩০ মিনিট টাইম লেগে যায় বিজয়ী সবার মুখ থেকে তাঁদের অনুভূতির কথা শুনতে । কিন্তু, শততম হ্যাংআউট এ প্রচুর সেগমেন্ট এবং টাইম স্বল্পতা থাকায় এই পর্বটি খুবই সংক্ষিপ্ত করা হয়েছিল । কোনো বিজয়ীদের মুখ থেকে কন্টেস্টে বিজয়ী হওয়ার অনুভূতি এদিন আর শোনা হয়নি তাই আমাদের ।

এভাবেই ফার্স্ট সেগমেন্ট সমাপ্ত হতেই শুরু হয়ে গেলো অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্ট । দ্বিতীয় পর্বের শুরুতেই লাইভ কুইজ কনটেস্ট । এই কুইজ সেক্শনটি খুবই জনপ্রিয় আমাদের হ্যাংআউট এ । প্রথমে অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে একে একে মোট সাতটি কুইজ দেওয়া হয় । প্রতিটা কুইজের উত্তর দেয়ার সময় ছিল ৩০ সেকেন্ড । ঝটপট ৭ জন কুইজ উইনারকে অ্যাডমিন/মডারেটরদের পক্ষ থেকে পুরস্কার প্রদান হয়ে গেলো এবং আমার কুইজ দেওয়ার পালা চলে এলো ।

আমি এই দিন মোট আটটি কুইজ দিয়েছিলাম । এই কুইজগুলোরও উত্তর দেওয়ার সময় ছিল প্রতিটা ৩০ সেকেন্ড এর । আটটির মধ্যে মোট ছয়টি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছিলেন প্রতিযোগীদের মধ্যে । এই ছ'জনের ভিতর তাই আমি কুইজ এর মোট পুরস্কার আশি স্টিম (৮০ steem) সমান ভাগে ভাগ করে দিলাম । আর সকল কুইজে বিজয়ীদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!