পিপড়া অতি ক্ষুদ্রকায় একটি প্রাণী৷ পৃথিবীতে পিপড়ার সংখ্যা সব থেকে বেশি৷ পিঁপড়া তাদের শরীরের থেকেও 10 গুণ বেশি ওজনের জিনিস বহন করতে পারে৷ পিপড়া ঘুমায় না৷ পিঁপড়া বিভিন্ন জাতের হয়ে থাকে৷ পিপড়া সারিবদ্ধ ভাবে চলাচল করে৷ পিপড়া ছোট, বড় ও মাঝারি সাইজের হয়ে থাকে৷ কিছু কিছু পিঁপড়া বিষাক্ত হয়ে থাকে৷ আবার কিছু কিছু পিঁপড়া বিষাক্ত হয় না৷
পিঁপড়া
last year by shuvon5 (59)