আমি কে?

in arefin •  3 years ago 

একটু সময় লাগলে ও পুরোটা পড়ুন।
বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে । তো , লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো ! এই ৪০ কোটি শুক্রাণু , মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে , জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু । আর বাকিরা ? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় । এই ৩০০-৫০০ শুক্রাণু , যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে । তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে , অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে । সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি , অথবা আমরা সবাই । কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?
১। আপনি যখন দৌড় দিয়েছিলেন " তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা , তবুও আপনি জিতেছিলেন । ২। আপনি যখন দৌড় দিয়েছিলেন " তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট , ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন ।
৩। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিলনা কোন শিক্ষা , কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন ।
৪। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন । এর পর , বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি মারা যান নি , পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন - বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন । - বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় । আপনি এখনো বেঁচে আছেন । - অনেক শিশু অপুষ্টিতে মারা যায় । আপনার কিছুই হয় নি - বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে , আপনি এখনো আছেন । আর আজ .. … ..... আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান , নিরাশ হয়ে পড়েন , কিন্তু কেন ? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন ? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন ? এখন আপনার বন্ধু বান্ধব , ভাই বোন , সার্টিফিকেট , সবকিছু আছে । হাত - পা আছে , শিক্ষা আছে , প্ল্যান করার মস্তিষ্ক আছে , সাহায্য করার মানুষ আছে , তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন । যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি । ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে , ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন ।কেনো একজন আপনার লাইফ থেকে চলে গেলে , সেটা মেনে নিতে পারেন না ? কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?? কেনো বলেন আমি আর বাচতে চাইনা ? কেনো বলেন আমি হেরে গিয়েছি ? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব , কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন ? কেন হার মানবেন ? আপনি শুরুতে জিতেছেন , শেষে জিতেছেন , মাঝপথেও আপনি জিতবেন । নিজেকে সময় দিন , মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার । মনের চাওয়া কে সব সময় মূল্য দিন , সব সময় সৃষ্টিকর্তা কে স্বরণ করুন । দেখবেন আপনি জিতে যাবেন , শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন- আপনি জিতবেনই ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!