বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আর সেটি হলো -"আমার অঙ্কিত সম্পূর্ণ একটি ময়ূর চিত্ৰ"।
বন্ধুরা, আমরা সবাই diy প্রতিযোগিতায় খুবই আনন্দের সহিত অংশগ্রহণ করি।এছাড়া diy এমন একটি বিষয় যা আমাদের সবার মধ্যেকার সুপ্ত প্রতিভা জাগ্রত হচ্ছে।সবার নতুন নতুন বিভিন্ন সৃজনশীল কাজ দেখতে সত্যিই খুব ভালো লাগে এবং নতুন কিছু শেখার থাকে ।ফলে আমরা ও নতুন কিছু করার প্রতি উৎসাহ পাই।
উপকরণ:
1.সাদা কাগজ
2.পেনসিল
3.রবার
অঙ্কনের পদ্ধতি:
ধাপঃ 1
●প্রথমে আমি আকার জন্য উপকরণ গুলি নিয়ে নিলাম।যেমন- পেনসিল, রবার ও সাদা কাগজ ।
●এবার আমি পেনসিল দিয়ে একটি ফুলের পাপড়ির মতো ময়ূরের বডি আঁকিয়ে নেব।
ধাপঃ 2
●এরপর পাপড়ির ভিতরে একটু দূরত্বে একইভাবে দুইবার আঁকিয়ে দেব।
●এরপর পাপড়ির নিচের দিক দিয়ে উপরের দিকে ঢেউয়ের মতো একটি দাগ দিয়ে নেব।
ধাপঃ 3
●এবার ময়ূরের চোখ, ঠোঁট ও গলা আঁকিয়ে নেব।
ধাপঃ 4
●এরপর ময়ূরের নিচে ময়ূরের তিনটি পাখনা একে নিলাম।
●তারপর ধাপে ধাপে তিনটি পাখনার নীচে আরো পাখনা তৈরী করে নেব।
ধাপঃ 5
●এবার আমি পেনসিল দাগের উপরে কালো বল পেন দিয়ে দাগ দিয়ে আঁকিয়ে নেব এবং ময়ূরের মাথায় ঝুঁটি একে নেব।
●এবার ময়ূরের দুই পাশে একটি গাছের ডাল একে নেব পেনসিল দিয়ে।
ধাপঃ 6
●এরপর গাছের ডাল কালো পেন দিয়ে আঁকিয়ে নেব এবং ময়ূরের মাথায় ঝুটির নীচে দিয়ে পুরো অংশ জুড়ে ছোট ছোট বল একে নেব।
●এবার আমি ময়ূরের চোখের অর্ধেক পেনসিল দিয়ে ভরাট করে একে নেব এবং ঠোঁট পেনসিল দিয়ে সেপ করে নেব।এছাড়া ময়ূরের বডির অংশ পেনসিল দিয়ে সেপ করে নেব।
ধাপঃ 7
●এরপর ময়ূরের পাখনাগুলির অর্ধেক অংশ পেনসিল দিয়ে গাড় সেপ দিয়ে একে নেব।
●এবার আমি ময়ূরের বসা গাছের ডালটিতে পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব।ময়ূরের মাথায় বলগুলির উপর পেনসিল দিয়ে গাড় সেপ দিয়ে নেব।
ধাপঃ 8
●ময়ূরের নিচে আমার নামটি লিখে দিলাম।
●সবশেষে ময়ূরের গলার মধ্যে দুটি চাঁদের মতো দাগ দিয়ে নেব।এবং ময়ূরের গলায় অর্ধেক পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব।
তো আমার "সম্পূর্ণ ময়ূর চিত্রটি" অঙ্কন করা হয়ে গেল।
আশা করি আমার অঙ্কিত চিত্রটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।