"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ডিসকর্ড (Discord) সার্ভার । আপনারা জানেন যে আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠার মাত্র চারদিনের মধ্যে এই কমিউনিটির জন্য একটি অফিসিয়াল ডিসকর্ড সার্ভার ওপেন করা হয় । কারণ, আমার মনে হয়েছিল যে কমিউনিটি সুষ্ঠুভাবে পরিচালনা করা ও সমস্ত ইউজারদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি ডিসকর্ড সার্ভার অপরিহার্য ।
কয়েকমাস যেতে না যেতেই আমার ধারণা একদম সঠিক হিসেবে প্রতিপন্ন হলো । বর্তমানে আমাদের কমিউনিটির প্রাণকেন্দ্র হলো আমাদের ডিসকর্ড সার্ভার । প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, কমিউনিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবিবি স্কুল (স্টিমিট লার্নিং প্রজেক্ট), হ্যাংআউট, বিনোদন (গান শোনা, Youtube দেখা, গেম্স্ খেলা) প্রভৃতি সকল কিছুই এখন আমাদের কমিউনিটির অফিসিয়াল ডিসকর্ড (Discord) সার্ভার এর মাধ্যমে হয়ে থাকে ।
"আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিসকর্ড (Discord) সার্ভার এর লিংক হলো : https://discord.gg/amarbanglablog
অনেক আগে একবার একটি হ্যাংআউটে ঘোষণা করেছিলাম যে আমাদের ডিসকোর্ড সার্ভারের একটি চ্যানেলে আমরা সাপ্তাহিক Giveaway এর আয়োজন করবো । একটি মাত্র Giveaway আয়োজনের পর পরিকল্পনাটি আর আলোর মুখ দেখেনি । দীর্ঘদিনের পরে এবার সেই পরিকল্পনাটি বাস্তবায়িত করা হলো ।
এবার থেকে প্রত্যেকদিন "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের একটি চ্যানেল #giveaway -এ একটি করে Steem Giveaway এর আয়োজন করা হচ্ছে । প্রতিদিন এই giveaway র প্রাইজ মানি হলো ৫ স্টিম। তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই প্রাইজ মানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ।
Untitled.png
আসুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের নতুন এই ইনসেনটিভ :
#ইনসেনটিভ নেম : Amar Bangla Blog Discord Server Steem Giveaway
#ফ্রিকোয়েন্সি : প্রতি ২৪ ঘন্টায় একবার
#প্রাইজ পুল : 5 STEEM (বিশেষ বিশেষ ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে)
#Giveaway এর স্থান : "আমার বাংলা ব্লগের" অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের #giveaway চ্যানেলে
#এলিজিবিলিটি : কমিউনিটির ডিসকর্ড সার্ভারে moderator, steem-discord linked এবং verified blogger role প্রাপ্ত যে কোনো ইউজার
প্রতিদিন giveaway বিজয়ীকে @abb-giveaway একাউন্ট থেকে প্রাইজ মানি ট্রান্সফার করা হবে
আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)
তারিখ : ২৮ মে ২০২৩
টাস্ক ২৭৯ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : a70fc5d1b1be518512792a1d862f31b097a3a4aaab58dc9c638b325ae3a46619
টাস্ক ২৭৯ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়