চলছে রমজান চলতেছে ঈদের জন্য সবারই জমজমাট মার্কেটিং কেউ বেশি কেউ কিংবা কম সবাই কম বেশি কেনাকাটা করতেছে..
সবার সাথে সাথে আমি পিছিয়ে নেই পথশিশুদের সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে আলোর খোঁজের পক্ষ হতে তৈরি "পুরাই জুস" নামক টি-শার্ট্টি অর্ডার করেছিলাম তিন তারিখে যা আজকে হাতে পেলাম.,
Capture: Me
Time: Today at 7:52:01 pm
সবচেয়ে ভালো লাগছে এজন্য যে এ টি-শার্টগুলোর টাকা সম্পূর্ণ চলে যাবে সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য যা দিয়ে হবে তাদের ঈদের কেনাকাটা তাই আর না করতে পারলাম না,
এক ডিলে দুই পাখি মারতে কে না চাই? আমিও তাদের ব্যতিক্রম নয় তাইতো নিয়ে নিলাম ভালো লাগছে এখন!!
ধন্যবাদ জানায় তাদের যারা এ অসহায় সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুক।