খারাপ সময় বেশিদিন স্তাই নই

in badtime •  7 years ago 

মানুষের জিবনে ২ টা সময় পার করতে হই একটি ভাল এবং অন্ন টি খারাপ সময় । ভাল সময় খুব মজাই যাই কিন্তু খারাপ সময়ই খুব কষ্টে পার হই । আবের খারাপ সময় পার করার জন্য পাসে কেও থাকে না। কিন্তু ভাল সময় পার করার জন্য বন্ধুর অভাব হই না । 

সত্যি কথা বলতে খারাপ সময়ই বেশি স্তাই হই না। যে সময় টুকু খারাপ যাই খুবই কষ্টে পার হয়। 


আমার এক বন্ধু খুব কষ্টে আসে । ওর পাশে থাকা খূব জরুরি ।কাড়োণ আই সময়ই কষ্টের কারন গুলো ভুলান খুব জরুরি হইয়া পড়ে । এজন্য অর সাথে বিভিন্ন রকমের গল্প করতে হবে ।

এবং বিভিন্ন কাজে বাস্ত রাক্তে হবে। 

আমার যখন খারাপ সময়ই পার হয়। আমি খুব ভেঙ্গে পড়ি । কিন্তু আমার পাসে আমার বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট দেই। এবং আমাকে বিভিন্ন কাজে বাস্ত করে তুলে । আর খারাপ সময় বেশি দিন স্তাই হই না। কিছু সময়ই এর জন্য । কিছু ধরজরে অভাব । ধরজ ধরলে সব ঠিক হইয়া যাবে ।

মানুষ সব সময়ই কিছু না কিছুর অভাবে ভোগে মানুসের অভাব কখনও পুরন হয় না। 

আমার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমার পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । সবাই সুস্ত ও ভাল থাকবেন
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 1.23% upvote from @postpromoter courtesy of @mrsadman!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

This post has received a 17.17 % upvote from @booster thanks to: @mrsadman.