ভারতে গরুর গুতায় আইসিইউতে বিজেপি সাংসদ

in baghera •  6 years ago 

ভারতে এবার বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তথাকথিত গো মাতা নিয়ে হাও কাওতো আর কম হলো না। সারা ভারত ব্যাপী গো মাংস নিষিদ্ধ করণ, গোমাতার মুত্র সেবনে কঠিন ও জটিল রোগ সেরে যাওয়ার তত¦ এবং সেই অনুযায়ী গরুর মুত্র বাজারজাত করন, গরু ব্যাবসায়ীদের পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনার পাশা পাশি ফ্রিজে গরুর মাংস থাকার গুজব ছড়িয়ে মুসলিম পরিবারে হামলা, নৃশংস ক্ষুণ সবি করছে বিজেপি ও তার জোটের উগ্র হিন্দুত্ববাদিরা। তাতেও মনে হয় শেষ রক্ষা হলো না।
এবার গো মাতার শিংয়ের গুঁতায় পাঁজর ভেঙে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ লিলাধর বাঘেলা। খবর ইন্ডিয়া টুডে’র।বাঘেলা.png
ভারতের গুজরাটের পাটান জেলা থেকে নির্বাচিত এই লোকসভা সাংসদ তার গান্ধিনগরের সেক্টর ২১ এর বাসার বাইরে হাঁটতে বেরোলে একটি গরু রুদ্রমুর্তি ধারন করে তার দিকে তেড়ে আসে এবং তাকে এমন গুঁতা মারে যে, গোমাতার সন্তান সরাসরি অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চলে যেতে হয়। ডাক্তার জানিয়েছেন, ৮৩ বছর বয়সী সাংসদ বাঘেলা তার পাঁজর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
তবে বাঘেলার গো মাতা কেনো তার প্রতি রুষ্ট হলেন, এব্যাপারে কিছু জানা যায় নি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Moner moto ekta news disen vaiya... Erokom kisui to chai amra.... besi besi moruk ora... gorur dohai diye je vabe amader muslim vai er pitiye merese.. sei vabe goru ekhn oder nijeder maruk ...

কারো মৃত্যু কামনা করি না তবে আশা করি গো মাতার সন্তানরা মানুষ হয়ে উঠুক। সকল ধর্মান্ধতারই অবসান হোক। কমেন্ট করার জন্য ধন্যবাদ।