Bangla Motivational Speech বাংলা গল্প

in bangla •  7 years ago 

"বেশকিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না... এরা কথার সময়ও বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না... এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ... অথচ যদি আর একবার চেষ্টা করতো তাহলেই বোধয় সফল হতে পারতো !!
.
হাইস্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ে বাসায় দরজা বন্ধ করে অঝোরে কেঁদেছিলেন... তার বন্ধুরা বলেছিলো তুই জীবনে বাস্কেটবলার হতে পারবি না... তিনি হলেন বিখ্যাত বাস্কেটবলার 'মাইকেল জর্ডান'... ৬ বারের NBA চ্যাম্পিয়ন... আবার ৫ বার সবচেয়ে দামী খেলোয়াড় হিসাবে নির্বাচিত... ৪ বার NBA অলস্টার প্রাপ্ত !!
.
চার বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না... শিক্ষকেরা বলেছিলো, ও জীবনে কিছুই করতে পারবে না... পরে কিছুদিন বাসায় বসে বসে বই পড়েছিলেন... লজ্জায় স্কুলে যায়নি... তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী 'আলবার্ট আইনস্টাইন'... বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক !!
.
অল্প সময়ের মধ্যেই সংবাদ উপস্থাপনায় চাকরি হারান তিনি... টেলিভিশনের সামনে দাঁড়ানোর মতো কোন সৌন্দর্যই ছিলো না তার... তিনি হলেন 'অপরাহ উইনফ্রে'... তুমুল জনপ্রিয় ও অসংখ্য পুরস্কারজয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্যাত নারী !!
.
পত্রিকায় সাংবাদিকতার চাকরি করতেন... তারপর সেই চাকরিও চলে যায়... তারা বলেছিলো ওর চিন্তাশক্তির অভাব... সৃজনশীলতা বলতে কিছুই নেই... তিনি হলেন 'ওয়াল্ট ডিজনি'... বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রস্টা... এবং সেরা তথ্যচিত্র বিভাগে ২২ তম একাডেমী পুরস্কারজয়ী !!
.
এগারো বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে... সে জন্য সমবয়সীদের চেয়ে তার উচ্চতা ছিলো অনেক কম... তাই তাকে দল থেকে বাদ দিয়ে দেয়... তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তী ফুটবলার 'লিওনেল মেসি'... তিনি ৫ বার 'ব্যালন ডি অর' পুরস্কার পান !!
.
ত্রিশ বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান তিনি... প্রচন্ড হতাশায় ভেঙ্গে পড়েছিলেন... তিনি হলেন জনপ্রিয় অ্যাপল ও পিক্সারের প্রতিষ্ঠাতা 'স্টিভ জবস'... বর্তমানে তার অ্যাপল কোম্পানি বিশ্বের এক নম্বর ব্রান্ড হিসেবে পরিচিত !!
.
তার এক শিক্ষক বলেছিলেন যে, সে এমন এক অপদার্থ যে কোন কিছু শেখা অন্তত তার পক্ষে সম্ভব না... স্কুল থেকে তাকে বের করে দিয়েছিলো... তিনি হলেন বিজ্ঞানী 'টমাস আলভা এডিসন'... তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্রের উদ্ভাবক হয়েছেন !!
.
জন্মেছিলেন অতি দরিদ্র ঘরে... দেখতেও সুশ্রী ছিলেন না... ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারান... কিছুদিন বাদে যার সাথে তার বিয়ে তার মৃত্যু হয়... তিনি ৮ বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন... তিনি হলেন 'আব্রাহাম লিঙ্কন'... আমেরিকার ১৬ তম রাষ্ট্রপতি ছিলেন !!
.
পড়াশুনায় খুব বেশি মনোযোগী ছিলেন না তিনি... একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেইল করেছিলেন... পরে তার এক বন্ধু বলেছিলো তুই কিছু করতে পারবি না... তিনি হলেন বিশ্বের এক নম্বর ধনীব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা 'বিল গেইটস'... মজার বিষয় হচ্ছে যে বন্ধু বলেছিলো কিছু করতে পারবে না সেই বন্ধুই মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা আর বিল গেইটস সেই কোম্পানির মালিক !!
.
তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না... আবার নতুন করে শুরু করো, তুমি যেখান থেকেই শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে... মনে রেখো, যদি কোথাও ব্যর্থ না হও, তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টাই করোনি... কারণ, ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস !!" :)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!