ভালোবাসার স্পর্শ
মেয়েরা একটুতেই কেঁদে ফেলে...
কখনো বা এই কাঁন্না মূল্যহীন...
কখনো এই কাঁন্নার মূল্য অনেক বেশি...
যখন একটি মেয়ে কোনো ছেলের জন্য কাঁদে...
তখন সেই কাঁন্নাতে লুকিয়ে থাকে অসীম ভালোবাসা...
কিন্তু" কাঁন্না কি সব সময় কষ্টের'ই হয়?
সুখের হতে পারে না...??
যদি কোনো মেয়ে সত্যি তোমাকে ভালোবাসে...
যদি তুমি তার ভালোবাসা পরিমাপ করতে চাও...
কিচ্ছু করতে হবে না,
শুধু দূর থেকেই তোমার ভালোবাসা প্রকাশ করো...
দেখবে সে তোমার ভালোবাসা দেখে কেঁদে ফেলবে...
বলবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে...
আর তুমি তার মুখ থেকে এই কথাটি শুনে নিজেও কেঁদে ফেলবে অজান্তেই...
একটি মেয়ে ভালোবাসা প্রকাশ করে না,
কিন্তু" উপলদ্ধি করে নিতে হয়...
অপ্রকাশিত ভালোবাসার একটু প্রকাশের আনন্দ তুমি
সেই সময়েই বুঝতে পারবে...
আর সেই সময়ে তুমি বুঝতে পারবে সে তোমায় কতোটা ভালোবাসে...
আমরা এটিই মনে করি
যে ভালোবাসা প্রকাশ করলে সে দূর্বলতার সুযোগ নেয়...
কিন্তু এটা বুঝতে পারিনা প্রকাশে ভালোবাসা বেড়ে যায়...
তোমার আর তার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে হাজার বার ভালোবাসা প্রকাশে একবিন্দু অবহেলা আসবে না...
বরং ভালোবাসা দ্বীগুন হতে থাকবে...
ভালোবাসা লুকিয়া রাখা জিনিস নয়,
ভালোবাসা প্রকাশের জিনিস...
তোমার ভালোবাসার মানুষটিকে তোমার সবটা ভালোবাসা দিয়ে দাও...
দেখবে তোমার মনের সবটা ভালোবাসা তুমি পাবে....
দেখবে তোমার ভালোবাসা পূর্ণতা পাবে...