চিরন্তন I
তোমার আঁধারে রঙের মায়া,
আমার চোখে চেনা পাখা।
স্বপ্নের মতো মধুর স্মৃতি,
যেন নানা রং আঁকা ছবি।
সময়ের প্রলয়ে নিঃশব্দে,
পার করে যাওয়ার আশ্বাসে।
চিরন্তনের সঙ্গে থেমে,
আমি নিত্য তোমার কাছে।
প্রশান্ত হৃদয় আলোর ঝরা,
সময়ের মেলা সুখের ঘরা।
আমার কবিতা চিরন্তন,
তোমার আলোয় মেলা কৃত্য।