একলা সপ্নের সৃষ্টি"
মধ্যরাতের আকাশে, একলা পথে,
সুপ্ত প্রাণে জাগায় একলা মনে।
বৃষ্টির মধ্যে ভেসে, মেঘে হারা,
মৃদু আলোর কুর্নে হৃদয়ে মুঠি বারা।
পথিক পাখি হয়ে, বনের গহ্বরে,
অচেনা পথে চলে, আশায় আবারে।
শূন্য স্থানে বাজায়, কবিতা গান,
হৃদয়ে সৃষ্টি করে, আলোর সঙ্গে মিশান।
ভেঙে দেব রাতের কালো ঘুম,
একলা হৃদয়ে বড় সপ্ন আসবে সুপ্ত স্বপ্ন।