সৌদিতে দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ

in bangla •  7 years ago 

সৌদি আরবের জিজানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলার মোস্তফা জামিল খান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেন, ‘সৌদি সরকারের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ অথবা ২১ দিনের মধ্যে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়েজ আর্নার কল্যাণ তহবিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেক সদস্যকে দাফন কাজের জন্য ৩৫ হাজার এবং আর্থিক সহায়তা বাবদ তিন লাখ টাকা দেয়া হবে।

এছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি নিহতদের পরিবারকে বিমার টাকাসহ আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।

গত ৬ জানুয়ারি সৌদি কোম্পানি আল ফাহাদের নিজস্ব পিকআপে করে চাকরিরত মোট ২০ জন কর্মস্থলে যাচ্ছিলেন। জেদ্দা থেকে ৮০০ কিলোমিটার দূরে জিজান প্রদেশে ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় রাস্তায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় পিকআপটি উল্টে গিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে ১০ বাংলাদেশি কর্মী নিহত হয়।

(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এনআই/ডব্লিউবি)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি অনেক শোকাহত এটা একটা মরর্মান্তিক ঘটনা। তবে কম্পানি আর্থিক সাহায্য দিলে তাদের পরিবারের অনেক উপকার হবে।

Ami apnar sathe ek mot.