ভাঙ্গা খেলনা যত্ন করে রেখে দিলে সেটা শোকেজের জায়গা নষ্ট করা ছাড়া তোমাকে আর কিছুই দিবে না। যেটা অর্ধেক ভেঙ্গে গেছে, যত সুন্দরই হোক না কেন ; সেটা পরিপূর্ণ না।
যেখানে সবটাই আবর্জনা সেখানে কুড়াবার কিছু নেই, ফেলে দিতে হয় সব। একবার কঠিন হওয়া শিখে গেলে জীবনটা সহজ হয়ে যায়। তোমার জীবনের কাছে এই পৃথিবী, পৃথিবীর মানুষ এবং তাদের বেঁচে থাকার যুদ্ধ এবং ভালোবাসা সবই পাশ্ববর্তী চরিত্র।
তুমি মরে যাবার পর কে পৃথিবী শাসন করবে, কে নোবেল জয়ী হয়ে মানবকূলে তর্কের ঝড় তুলবে - তুমার কিছুই আসে যায় না। যে তুমাকে উৎসাহিত করছে আর যে তুমাকে নিরুৎসাহিত করছে দুজনকেই একই চোখে দেখ। কারো উৎসাহে আত্মতুষ্টিতে ভোগার অর্থ হল কারো নিরুৎসাহে তুমি আবার ভেঙ্গে পড়বে। পাশ্ববর্তী চরিত্রদের এত গুরুত্ব দেবার প্রয়োজন নেই।
আহত যোদ্ধা যত শক্তিশালীই হোক না কেন , সৈন্য শিবিরে সে একপ্রকার বোঝা ! তুমার সমস্যা তুমারই সমস্যা; অন্য কারো না। কেউ হয়ত তুমাকে সান্ত্বনা দিবে, দায়িত্বের খাতিরে কেউ ঘড়ি ধরে পরামর্শ দিয়ে কেটে পড়বে। কেউ সেটা করার তাগিদও বোধ করবে না।
তুমর মত করে আর কেউ তুমার দুঃখ কষ্ট আঁচ করতে পারবে না যেমনটা তুমিও পারেন না অন্যদের ক্ষেত্রে। তাই সিদ্ধান্ত নেবার সময় কারো পাশ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে সিদ্ধান্ত নেবেন না। সেটাই করুন যেটা আপনার ভালো মনে হয়। কেননা আপনার ভালো থাকার জন্য এই পৃথিবীতে তোমিই একমাত্র যোদ্ধা।