সত্য

in bangla •  7 years ago 

নিশ্চিত সত্য হয়,যদি বুড়িয়ে যাওয়া
অনিবার্য সত্য ছিল তোমার পাকা কেশ
ফুলেল চন্দন আগর ছিল তোমার রূপ
বেণী ছিল অপূর্ব শোভিত,
সমুদ্র কেশসম্ভারে তুমি
লম্বিতওই কেশের শোভায়
তোমার বেণী ছিল আখ্যানকাব্য।
অঙ্গচরণে নির্মল প্রণয় সম্ভারসম
কেশ যেন বাহুতে ঘন ফুলফলা
সব অনিত্য আর প্রণয়োপাখ্যানে প্রেম সত্য,
বুড়িয়ে যাওয়ার আর ছিল পাকা চুল
দণ্ডায়মান দগ্ধ কদমবৃক্ষ
ব্যথা-বিধুর ক্ষণে উচ্ছ্বসিত স্বগতোক্তি
চুল ঝরেপড়া ওই তোমার বাহারি কেশ,
রঙের কেশ মানেই সত্য।
বাসায় ফিরে হাঁপ ছাড়ে, স্বসিত্মর নিশ্বাস
তাড়া-খাওয়া কুকুরের মতো কী?
আশালতা ঝুলে আছে ডালে ডালে মহাপৃথিবীর –
কখন যে এসে গৃহময় ছড়াবে উলস্নাস
স্বপ্নচারা উঁকি মারে প্রতিক্ষণ পথ চেয়ে চেয়ে
এই বুঝি সভ্য হলো ঘুচিল দুর্দিন
রক্তাক্ত আশার শিরীষ দোলে¬ ক্ষণে ক্ষণে –
আকাশজুড়ে সূর্যোদয় হবেই নিশ্চিত।
অমঙ্গলের ঘূর্ণিদূত বর্জ্যের রহিল কী
দীর্ঘতম বলিরেখায় ধন্য আজ
কাহার চুলের কাঁটা নেমে এলো
অন্ধ সব ভেটোদাত্রী কামিনী শরীর
নিরন্তর দৌড় জগতের বিশ্ব নাগরিক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 42.02% upvote from @upmewhale courtesy of @modna!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

Congratulation modna! Your post has appeared on the hot page after 5min with 1 votes.

This post has received a 19.88 % upvote from @booster thanks to: @modna.