বেহিসেবি এলোমেলো

in bangla •  last year 

309622599_201816682193868_8455016287660487348_n.jpg
বেহিসেবি এলোমেলো শব্দে রোমান্স ঝরালেও
অগোছালো স্বভাবে কখনো রোমান্টিক হতে পারিনি।
রোমান্সে গদগদ হয়ে কখনো বলতে পারিনি,
তোমার সব কথা যেনো কবিতা হয়ে-
আলোড়ন তোলে আমার হৃদয় তরঙ্গে!
কখনো বলতে পারিনি তোমার সংস্পর্শে,
স্রোতস্বিনী উত্তাল পদ্মার মতো হই প্রেমত্ত!
মুখোমুখি বসে কখনো বলতে পারিনি ভালোবাসি,
অথচ তোমার চোখের গভীরে রোজ ডুবে মরি।
এই জীবনে হয়তো রোমান্টিক হয়ে-
তোমায় রোমান্সে ভাসাতে পারবো না!
তবে শেষাবধি ভালোবাসাতেই থাকবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!