একটা বইয়ের খোজ চাচ্ছি। কাহিনী অনেকটা এরকম:
এক লোকের আয়ু কয়েক মাস আছে বলে ডাক্তার রিপোর্ট দেয়। ডাক্তারের কাছ থেকে বের হয়ে লোকটা ঘুরতে ঘুরতে একটা সার্কাস অনুষ্ঠানের পাশে চলে যায়। সেখানে গিয়ে দেখে টিকিট চেকার ছোটো ছোটো দুইটা মেয়ের সামনে তার বাবাকে অপমান করছে। লোকটার হাতে থাকা টোকেন দিয়েও তাকে ঢুকতে দিচ্ছে না। একপর্যায়ে বাবাটা অপমাণিত হয়ে চলে যেতে বাধ্য হয়। আর তখনি স্বল্প আয়ুর লোকটা টিকিট চেকারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যা করেও। এরকম যাকেই সে অন্যের সাথে খারাপ আচরণ করতে দেখে, তাকেই খুন করে।
বইটার অল্প একটু রিভিউ সম্ভবত এই গ্রুপেই পড়েছিলাম। তাই ভালো করে লিখতে পারলাম না। কারো জানা থাকলে দয়া করে সহযোগীতা করবেন। ধন্যবাদ।