Bangladesh is the independent country.
বঙ্গোপসাগরের তীরে ভারতের পূর্বে অবস্থিত বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ যা সবুজ শ্যামল এবং অনেক জলপথ দ্বারা চিহ্নিত। এর পদ্মা (গঙ্গা), মেঘনা ও যমুনা নদী উর্বর সমভূমি তৈরি করে এবং নৌকায় ভ্রমণ সাধারণ। দক্ষিণ উপকূলে, সুন্দরবন, পূর্ব ভারতের সাথে ভাগ করা একটি বিশাল ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল।