বন্ধুরা,
আজ আমি আপনাদের জন্যে নিয়ে এলাম আরও দশটি বাংলাদেশের গ্রামের অদেখা ছবি। যা এখানকার আগে কোথাও পাবলিশ হয়নি। আপনারা পাশে থাকলে আমি নিয়মিত এই ধরনের নতুন নতুন ছবি পোস্ট করবো। যা আমি পৃথিবীর পথ প্রান্তরে ঘুরতে ঘুরতে কালেকশান করেছি। তা আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করবো।
ভালবাসা জানবেন। এখন ছবিগুলা আগে দেখুন - বাকি কথা তারপর।
এই পথ ধরে বাড়ি ফেরে নস্টালজিয়া
আম আমার প্রিয় ফলের একটি
তালছে তাল মিলা
নারিকেল গাছের ছায়ায় তেষ্টা মেটায় অচেনা পথিক
ইটের রাস্তা গ্রামের উন্নয়ন নিয়ে আসে বৈপ্লবিক পরিবর্তন
শৈশব আমাদের জীবনের সেরা সময়
মেঠোপথ ধরেই আমাদের অতীত আমাদের বর্তমানে নিয়ে আসে
বিদ্যুৎ এখন গ্রামে পৌঁছে গ্যাছে
এই আইল ধরেই হেটে আসে বাঙলার ইতিহাস ও সংস্কৃতি
এই ধান আমাদের ভাত দেয়, ভাত বাঙালির প্রধান খাদ্যশস্য।
বন্ধুরা এই সিরিজের আরও সুন্দর সুন্দর ছবি দেখতে থাকুন আমার সাথেই।