রিয়াল, নাপোলি ও ইউভেন্তুসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন হিগুয়াইন। এর মধ্যে গত মৌসুমে ১২ ম্যাচ খেলে করেন পাঁচটি।
৯ ম্যাচ খেলে ১১টি গোল করেন বার্সেলোনার লিওনেল মেসি আর ১৩ ম্যাচে ১২ গোল রিয়াল মাদ্রিদের রোনালদোর।
এ ব্যাপারে ফুটবল ইতালিয়াকে ২৯ বছর বয়সী হিগুয়াইন বলেন, "আল্লেগ্রি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে আমার আরও গোল করা দরকার। তিনি ঠিকই বলেন। আমরা নতুন বছর নিয়ে চিন্তা করছি যা আরও কঠিন হবে, আরও দীর্ঘ হবে।"
গত মৌসুমে প্রতিযোগিতাটির ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের ক্ষতটাও এবার ঘোচাতে দৃঢ় প্রতিজ্ঞ ইউভেন্তুসের এই ফরোয়ার্ড। কার্ডিফের ফাইনালে ৪-১ গোলে হেরেছিল তার দল।
"আমরা উজ্জীবিত। সত্যিই আমরা গত বছরের ক্ষতটা ঘোচাতে চায়। আমি সবসময় জিততে চাই এবং আরও গোল করতে চাই…।"
ফাইনালে হারলেও প্রতিযোগিতায় সেরি আ চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল দারুণ। ফাইনাল পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে গোল হজম করে দলটি।
২০১৭-১৮ মৌসুমে আরও ভালো কিছু করে রিয়ালের বিপক্ষে পরাজয়ের দুঃসহ স্মৃতি সতীর্থরা ভুলতে পারবে বলে আশাবাদী হিগুয়াইন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit