কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে মতিঝিল, রামপুরা, বাড্ডা, উত্তরার এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ছাত্রদে লক্ষকরে গুলি ও ককটেল নেক্ষেপ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পাশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে যোগ দেন। অনেকখন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে।
এর মধ্যে দুপুর র দিকে দুলাল মাতব্বর নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের উপমহাব্যবস্থাপক রুবেল হোসেন সাংবাদিককে এ কথা বলেন, সংঘর্ষে আহত প্রায় দুই শ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
এদিকে আরও শোনা যায় গতকাল রাতে ‘’নটরডেম কলেজের’’ হোস্টেল ধেকে প্রায় 2 শতাদিক ছত্রদের রাতের অধারে দরে নিয়ে যায় পুলিশ।