বাংলাদেশের অত্যাধুনিক ট্যাংক টাইপ ৫৯ জি দুর্জয় 🇧🇩️

in bangladesh •  7 years ago 

22366658_357813331334981_5930650333658045594_n.jpg

22365343_357813398001641_815447219944149226_n.jpg

কি দেখছেন?দুইটা আলাদা মডেলের ট্যাংক মনে হচ্ছে!তাই না?আসলে দুইটাই টাইপ-৫৯ ট্যাংক।স্মার্ট ট্যাংকটা বাংলাদেশে স্পেশাল ভাবে মডিফাই করা দুর্জয় ট্যাংক যা T-72 অথবা পাকিস্তানী আল জারার ট্যাংকের চেয়ে উন্নত।

পুরাতন টাইপ-৫৯ এর উপরে কাজ করে একেবারে ভোল পাল্টে একে বার্মিজ টি-৭২ এর চেয়েও উন্নত করে বানানো হয়েছে।বেশীরভাগ জায়গাই মডিফাই করা।

এতে যুক্ত করা হয়েছে-NBC প্রোটেকশন,ফায়ার সুপ্রেশন সিস্টেম,লেজার ওয়ার্নিং রিসিভার,লেজার ডেজিগনেটর,ফায়ার কন্ট্রোল সিস্টেম,আধুনিক কম্ব্যাট ডাটা লিংক,থার্মাল ইমেজিং সিস্টেম(এটি লাগানোর ফলে এটি দিনে/রাতে,কুয়াশায়,ঘন অন্ধকারেও লড়াই করতে পারে),এর আরও লাগানো হয়েছে কেজ আর্মর ও কম্পোজিট আর্মর।ফলে এটি সুরক্ষা ব্যাবস্থা ও সেন্সর অনেক আধুনিক হয়েছে।

আগের ১০০ মি.মি. রাইফেলড গানের বদলে লাগানো হয়েছে ১২৫ মি.মি. স্মুথবোর গান,এটি দিয়ে এন্টি ট্যাংক গাইডেড মিসাইলও নিক্ষেপ করা যায়👌

এছাড়া এতে যুক্ত করা হয়েছে রাবার প্যাডেড আধুনিক চেইন বেল্ট ও নতুন ৭৩০ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন।ফলে এর ম্যানুভারিটিও আগের চেয়ে অনেক বেড়ে গেছে।বাংলাদেশ নিজস্বভাবে একে মডিফাই করায় এর ওজন হয়েছে ৪০ টন যা টি-৭২ এর প্রায় সমান।কিন্ত আধুনিক প্রটেকশন সিস্টেম লাগানোর ফলে মায়ানমারের পুরাতন টি-৭২ এর চেয়ে বাংলাদেশের দুর্জয় ট্যাংক অনেক সুরক্ষিত।একইসাথে আধুনিক চেইন বেল্টের কারবে মাটিতে কম চাপ দেয় যা একে ফসলী জমিতেও লড়াই চালাতে সাহায্য করবে।এছাড়া আকারে ছোট হওয়ায় সরু রাস্তা ও রাবার প্যাডেড চেইন বেল্ট একে পাহাড়ী এলাকায় লড়াইয়ের উপযোগী করে তুলেছে।আমাদের এই ট্যাংকের ফায়ারপাওয়ার টি-৭২ এর চেয়ে ভাল।অস্ত্র হিসেবে এতে আছে ১ টি ১২৫ মি.মি. মেইনগান,২ টি ৭.৬২ মি.মি. মেশিনগান,১ টি ১২.৭ মি.মি. এন্টি এয়ারক্রাফট গান ও ১২ টি স্মোক গ্রেনেড লঞ্চার😱

একমাত্র লেটেস্ট মডেলের টি-৭২ ট্যাংকই দুর্জয় ট্যাংকের সমকক্ষ হওয়ার দাবি রাখে।উল্লেখ্য,২০১৫ সাল থেকে বাংলাদেশ পুরাতন টি-৫৪/৫৫ ও টাইপ-৫৯ ট্যাংকের মেইন চেসিসের উপর কাজ করে পুরো ট্যাংকের শেপ পাল্টে দিয়ে দুর্জয় ট্যাংক বানাচ্ছে,,এযাবৎ ১৭৪ টি বানানো হয়েছে।

এই ট্যাংক প্রমান করে বাংলাদেশের অবকাঠামো আরেকটু উন্নত করে চেসিস ও বডি আর্মর বানানো শিখলে বাংলাদেশ নিজেই অত্যাধুনিক ট্যাংক বানাতে পারবে।😎😎😎

#MIK

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

follow me
i am following you

nice

bhalo khobor

thank you @musharof1990 vai

good news!

thank you bro

nice tank

really helpful for bangladesh defense

Congratulations @mishu! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes received

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

thank you

upvoted and commented