আসসালামু আলাইকুম,
আমি মোহাম্মদ মনিরুজ্জামান খান, আমার ইউজার আইডি @moniruzzamankhan. আমি ঢাকায় থাকি, ঢাকাতেই আমার জন্ম এবং পড়াশোনা। আমি মহাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু করি। তারপর একই ক্যাম্পাসে মহাখালী মডেল হাই স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করি। পরবর্তীতে উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল হাই স্কুল, তিতুমীর কলেজ ও উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি।
আমার বাবা একজন বেসরকারী চাকুরীজীবি ছিলেন। তিনি বিদেশী দূতাবাসে চাকরী করতেন। মা গৃহিনী। আমরা ৬ ভাই বোন। আমি সবার বড়।
আমি একটি বেসরকারী মেডিকেল কলেজে আইটি বিভাগে ১৯৯৮ সাল থেকে কর্মরত আছি। এছাড়াও পাশাপাশি আমি দীর্ঘদিন কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। কিছু সফ্টওয়ার ডেভেলপমেন্টের কাজও করেছি।
আমি বই পড়তে এবং গান শুনতে ভীষন ভালোবাসি, আর ভালোবাসি বেড়াতে। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোতে।
আমি সরল ও সাদামাটা লোকজন বেশী পছন্দ করি বলে আমার বন্ধুবান্ধব কম। তাই বলে আমি একেবারে নিরামিষ নই। যারা আমার বন্ধু তাদের সাথে বেড়ানো বা সময় কাটানো উপভোগ করি।
আমি অপছন্দ করি স্বার্থপর আর মিথ্যাবাদী মানুষদের। কিন্তু সবচেয়ে বেশী অপছন্দ আর ঘৃণা করি কৃতঘ্ন মানুষকে, যারা আমাকে ব্যবহার করে, আমার কাছ থেকে উপকার নিয়ে, আমারই ক্ষতি করে যায়।
মিষ্টি আর আইসক্রীম আমার খুব প্রিয় খাবার। ভাতের সাথে আমি মাংসের চেয়ে মাছ. সবজী আর ডালই বেশী পছন্দ করি। প্রিয় মানুষদেরকে খাওয়াতেও আমি খুব পছন্দ করি।
streemit.com এ আমি নতুন। গত কয়েকদিনে আমি এখানে বেশ কিছু কমিউনিটির অনেক পোস্ট আর কমেন্টস পড়ে আমি এর ভক্ত হয়ে গেছি। আশা করি আমার সামান্য (প্রায় শুন্য) লেখালেখির যোগ্যতা নিয়েও এখানে কিছু ভালো সময় কাটাতে পারবো ইনশাল্লাহ, যদি এডমিন আমাকে এপ্রুভ করে। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। বসন্তের মতই রঙ্গিন হয়ে উঠুক আপনাদের সবার জীবন। আল্লাহ হাফেজ।
আপনার লেখা গুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। লেখা গুলো পড়ে খুব ভালো লাগলো একটা জায়গা বাদে তা হলো লোকজন আপনার থেকে সাহায্য নিয়ে আপনার ক্ষতি করে চলে যায়। যাই হোক #boc কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের মধ্যে share করবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit