আসসালামু আলাইকুম
কি অবস্হা সবার কেমন আছেন সবাই ?
"আজকে আমি আপনাদের কে একটি অবিশ্বাস্য ঘটনা শেয়ার করছি। বিশ্বাস না হলে দেখে নিন!"
গল্পের শিরোনাম: "অদৃশ্য ছায়া"
পর্ব ১:
( শুরুটা হলো )
শহরের কেন্দ্রস্থলে, পুরানো এক লাইব্রেরির নিচতলায়, অদ্ভুত এক ঘটনা ঘটে চলেছে। নীরবতা আর রহস্যে মোড়ানো এই লাইব্রেরি সম্পর্কে শহরের মানুষজন কিছুই জানত না, যতক্ষণ না একদিন...
রাত্রির আঁধারে, লাইব্রেরির মধ্যে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। লাইব্রেরির রক্ষক রঞ্জনবাবু, যিনি দিনের বেলা লাইব্রেরি দেখাশোনা করেন, তিনি এক রাত্রে হঠাৎ জেগে উঠলেন। তিনি শুনলেন যেন কেউ তাঁকে ডাকছে।
"কে... কে আছো?" রঞ্জনবাবু ধীরে ধীরে বলে উঠলেন।
কোনো উত্তর নেই।
অন্ধকারে এক অদ্ভুত ছায়া দেখলেন তিনি, যেটি দ্রুততার সাথে হারিয়ে গেল লাইব্রেরির অগভীরে। রঞ্জনবাবু সাহস করে সেই ছায়ার পেছনে পা বাড়ালেন।
সেই ছায়ার পিছু পিছু এগিয়ে যেতে যেতে তিনি একটি গোপন দরজার সামনে এসে দাঁড়ালেন, যা আগে কখনো দেখেননি। দরজাটি অল্প খোলা ছিল।
ভেতরে ঢুকে রঞ্জনবাবু আবিষ্কার করলেন, একটি পুরানো ডায়েরি পড়ে আছে মেঝেতে। ধুলোয় ঢাকা ডায়েরিটা দেখে বোঝাই যাচ্ছিল অনেকদিন কেউ এটা ছুঁয়েও দেখেনি।
ডায়েরিটা হাতে তুলে নিতেই রঞ্জনবাবু অনুভব করলেন যেন একটি অদৃশ্য শক্তি তাঁকে ধাক্কা দিল। দ্রুত ডায়েরিটা খুললেন এবং দেখতে পেলেন প্রথম পাতায় লেখা:
"এই ডায়েরিতে আছে এক প্রাচীন রহস্য, যা প্রকাশ পেলে শহরের মানুষজনের জীবন বদলে যাবে।"
রঞ্জনবাবু অবাক হয়ে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলেন। 🤔
( গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করুন ? পরবর্তি পর্বের জন্য অপেক্ষা করুন )
সবাই ভালো থাকবেন সুস্হ থাকবেন আল্লাহ হাফেজ 😍