প্রধানমন্ত্রীর ‘বুলেট প্রুফ’ মঞ্চ নিয়ে কাদেরের পাল্টা চ্যালেঞ্জ

in bangladesh •  7 years ago 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান মঞ্চ ‘বুলেট প্রুফ’ ছিল বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন তার প্রমাণ দিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি ফখরুল ইসলাম আলমগীরকে, কোথায় বুলেট প্রুফ ব্যবস্থা ছিল সেটা প্রমাণ করতে। আমি তো সেখানে ছিলাম, আমি তো দেখিনি। শেখ হাসিনা কাউকে পরোয়া করেন না। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না।”
রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু লাবিদ আল লিখনকে চিকিৎসা-সহায়তা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুর ভাষণ বাজলে বিএনপি ভয়ে থাকে। এই দলটির আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা ও সাহস নেই। তবে তারা আরও ভালো থাকতে পারত যদি গত জাতীয় সংসদ নির্বাচনে আসত।”

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেসকোর সম্মাননা প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত প্রথম সমাবেশে স্কুলের ছাত্রছাত্রী ছিল না এবং পরের সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্য করে আনা হয়নি বলেও দাবি করেন সাধারণ সম্পাদক। এবিষয়ে বিএনপি যে দাবি করেছে তা মিথ্যা বলেও মন্তব্য করেন তিনি।IMG_20171127_111455.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I like your all content because your content type and quality is so good.

That was really so informative and useful post...