হোম

in bangladesh •  7 years ago 


এই ছবিটা আমাদের বাড়ীর কালী পূজার ।প্রতটা পূজাতেই হোম করতে হয়। হোম করার মাধ্যমে ঈশরকে আমন্ত্রন করা হয় ।হোম করার অনেক পদ্ধতি আছে। এক এক পূজার জন্য হোম করার পদ্ধতি এক এক রকম।
কিন্তু হোম করার আসন পাতার পদ্ধতি একই রকম। কিন্তু সব পূজায় হোম সবাই করে না। তবে যদি মানসিক থেকে তাহলে হোম করার বিধান আছে। আমাদের কালী পূজায় সব সব সময়ই হোম করা হয়। হোম করার সময় প্রথমে ইট দিয়ে সাজিয়ে নিতে হয়।
মনে করা হয় যে হোম করার আগুন যদি মাটিতে লাগে তহলে তা পূজা সম্পন্ন হয় না।তাই মাটি থেকে উপরে হোম করা হয়।

হোম করার সময় শুদ্ধ মন্ত্র উচ্চারন করে হোম আরম্ভ করতে হয়।
হোম করার সময় বেল কাঠ ব্যবহার করতে হয়। অন্য কাঠ ব্যবহার করা যায় কিন্তু বেল কাঠ থাকতে হবে।
হোম করার জন্য ১০৮ টি বেল পাতার প্রয়োজন হয় ।আগের কালে শুধু কাঠি ব্যবহার করা হত কিন্তু এখন ইট ব্যবহার করা হয়।

হোম করতে তুলসি পাতা,বেল পাতা,ফুল ও লাগে।
হোম করার জন্য আসন হতে হবে ৪ হাত বাই ৪ হাত ...হোম করার সময় ঈশ্বরকে ডাকা হয়।
পূজার শেষে হোম করা হয়। হোম শেষে আগুন সম্পুর্ন নিভিয়ে দেওয়া হয়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  7 years ago Reveal Comment