মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

in banglanews •  14 hours ago 

নব্বই দশকের দিকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ধুমকেতুর মতো হাজির হয়েছিলেন তিনি। আর অল্প ক’দিনেই জয় করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের হৃদয়। ফ্যাশন, স্টাইল, সাবলীল অভিনয় ও কথা বলার ধরনের কারণে কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়কও হয়ে উঠেছিলেন সালমান। নায়কের মৃত্যুর পর আজও তাকে হৃদয়ে ধারণ করছে দর্শকরা।

salmansha.jpg
Source

সালমানের ক্যারিয়ার শুরু হয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে। প্রথম সিনেমা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়েই বাজিমাত করেন তারা। এরপর অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই চিত্রনায়ক। একটা সময় জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাদিক সিনেমার নায়িকাও শাবনূর। তাদের অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।
গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। এতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সে সময় ব্যবসা সফল হয়েছিল। দীর্ঘদিন পর আবারও সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জীবন সংসার’।

গত শুক্রবার ২১/০২/২০২৫ থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটিও মুক্তি দিয়েছিলেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!