কবিতাঃ " তোকে ছাড়া "

in banglapoetry •  7 years ago 

তোকে ছাড়া বাচবোনা
এ কথা কি কখনো বলা যায় ?
তবুও বলি আজ আমি তোকে ছাড়া
আমার এই ভুবনে বাচা বড় দায়।

জীবনের চলার গাড়ি হয়নি অচল
ঘুরে যায় অবিরাম মন্থর,
সময় অসময়ে অপেক্ষার দহন হয় এই অন্তরে।

বিভ্রান্তিতে ভরা এ জীবনে,
পাইনা খুজে কোন সমাধান।
ভাবনার তরঙ্গে ভেসে চলেছি
অতলে ডুবে হয়েছি পরিত্রান।

সুখগুলো সব দিয়েছি আমি উজার করে,
তাইতো দুঃখ কুরিয়ে বেড়াই এই ভুবনে।
তোকে দেখার মাঝেই যেন লুকিয়ে আছে
আমার সব সুখ, আনন্দ আর উচ্ছলতা।

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 14.70% upvote from @postpromoter courtesy of @alaminhosssain!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!