জাদুর তিন রাস্তা। অনেকদিন আগেকার কথা এক গ্রামে বাস করত এক গরীব কৃষক। সে তার কৃষি কাজ করে তার জীবন যাপন করত। তার তিনটি মেয়ে ছিল।
একটি নাম ঝিনুক অপরটির নাম ঋতু এবং তৃতীয় মেয়ের নাম নুর নাহার। কৃষকের স্ত্রী তার তৃতীয় মেয়ের জন্মের পরই মারা গেল। কৃষক ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। একদিন কৃষক তার তিন মেয়েকে ডাকলো।
তারা তিন মেয়ে তার সামনে এলো। এরপর কৃষক তার তিন মেয়েকে তিনটি হাঁড়ি দিল। এরপর বলল যে এক জঙ্গলে যাওয়ার জন্য এবং সেই জঙ্গলে রয়েছে তিনটি আলাদা আলাদা রাস্তা। ওই তিনটি রাস্তা তিনজন কে যাওয়ার জন্য বললো।
এবং ওই হাঁড়ি টি যেখানে পড়ে যাবে সেই খানে একটি গর্ত করার জন্য। এরপর কৃষক শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর তার তিন মেয়ে তার কথা মত ঐ জঙ্গলে গেল এবং তিনজন তিনটি রাস্তা দিয়ে হাটতে লাগল।
বড় মেয়ে ঝিনুক হাঁটতে হাঁটতে তার হাত থেকে ওই মাটির হাড়ি টা পড়ে গেল। তখন সেখানে একটি গর্ত করল এবং দেখল যে একটি বড় লোহার খনি। তখন সেটাকে উঠিয়ে নিয়ে বাড়ি চলে গেল।
এরপর কৃষকের মেজো মেয়ে ঋতু হাঁটতে হাঁটতে হঠাৎ তার হাত থেকেও ওই মাটির হাড়ি টা পড়ে গেল। তখন সেখানে ঋতু একটি গর্ত করে দেখলো ওইখানে রুপার খনি। তখন সে রুপার খনি নিয়ে বাড়ি চলে গেল।
এরপর কৃষকের ছোট মেয়ের নুর নাহার হাঁটতে হাঁটতে তার হাত থেকেও মাটির হাড়ি টা পড়ে গেল। এরপর সে ওইখানে গর্ত করে দেখলো যে ওইখানে সোনার খনি।
তখন সেই সোনার খনি টা না নিয়ে মনে মনে ভাবল যে সামনে হয়তো আরো বেশি কিছু পাওয়া যাবে। এই কথা ভেবে সে সামনের দিকে হাটতে লাগল। এরপর সে সামনে একটি হীরার খনি দেখতে পেলো।
এরপর সেই হীরার খনি টি না নিয়েও সে সামনের দিকে হাটতে লাগল। এরপর তার হাত থেকে সামনে তার হাঁড়ি টি পড়ে গেল। একপাশে ওইখানে গর্ত করে দেখলো যে ওইখানে বড় বড় সাপ।
তখন সে সাহায্য করার জন্য সবাইকে ডাকতে লাগলো। কিন্তু সেখানে কেউ তাকে সাহায্য করার জন্য আসলো না। এরপর সাপ গুলো তাকে খেয়ে ফেললো। এরপর তার বড় দুই বোন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
Three roads of magic. A long time ago, a poor farmer lived in a village. He made his living by farming. He had three daughters.
One is named Oyster, the other is named Ritu and the third daughter is named Nur Nahar. The farmer's wife died shortly after the birth of his third daughter. The farmer gradually fell ill. One day the farmer called his three daughters.
The three girls came in front of him. The farmer then gave his three daughters three pots. Then he said that there are three different roads to go to one forest and in that forest. Those three roads told the three to go.
And to make a hole where that pot will fall. Then the farmer gave up his last breath. Then his three daughters went to the forest as he said and the three of them started walking along the three roads.
As the eldest daughter, Oyster, was walking, the clay pot fell from her hand. Then he dug a hole and saw a large iron mine. Then he picked it up and went home.
Then the farmer's uncle's daughter Ritu was walking and suddenly the clay pot fell from her hand. Then Ritu dug a hole and saw a silver mine there. Then he went home with the silver mine.
Then Nur Nahar, the youngest daughter of the farmer, fell from her hand while walking. Then he dug a hole and saw that there was a gold mine.
Then without thinking about the gold mine, I thought to myself that maybe there is more to come. Thinking this, he started walking towards the front. Then he saw a diamond mine in front.
Then he started walking towards the front without taking the diamond mine. Then the pot fell from his hand in front of him. He dug a hole in one side and saw a big snake there.
Then he started calling everyone for help. But no one came to help him. Then the snakes ate him. Then his two older sisters began to live happily in peace.