স্থামী আক্ষেপ করে বললো,
-- আমার আত্মীয়-স্বজনের অবস্থা দেখেছ, আমার ব্যবসা যখন ভাল থাকে, তারা গ্রাম থেকে, দূর-দূরান্ত থেকে দলে দলে এসে বাসায় ওঠে । গ্রাম থেকে এটা-সেটা নিয়ে আসে ৷ কলাটা-মুলোটা এনে ঘর ভর্তি করে ফেলে ৷
--হ্যা,ঠিক বলেছেন।
-- কিন্ত এখন আমার ব্যবসাটা একটু মন্দা যাচ্ছে, টাকা-পয়সার টানাটানি চলছে, কেউ এদিকে আসা তো দূরের কথা, একটু ফোন করেও খোঁজ নিচ্ছে না। সব নিমক হারামের দল।
এভাবে ভাবছেন কেন? আমার তো মনে হয়, তারা আমাদের অবস্থার ক্থা বিবেচনা করেই আসছেন না। তাদের যথাযথ সমাদর করতে না পারলে আপনি লজ্জা পাবেন বলেই তারা আসছেন না। একই কারণে যোগাযোগও করছেন না।
--বউ! সুন্দর বলেছ তো! এভাবে তো ভাবিনি!
গল্পঃ সুন্দর মন
বইঃ আমি যদি পাখি হতাম
লেখকঃ উস্তাদ শায়েখ আতিক উল্লাহ