হ্যালো,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে "আমার বাংলা ব্লগ"কমিউনিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো।আশা করি আপনারা বিষয়টা গুরুত্বের সাথে নেবেন।অনেক গুলো মানুষ নিয়ে কোনো সমষ্টিগত সংগঠন বা সংস্থা বা কোনো সিস্টেম পরিচালনা করতে গেলে কিছু নিয়মের প্রয়োজন।তা না হলে সেই সিস্টেমটি সঠিক ভাবে চলমান থাকবে না।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবার আমাদের সবার সাথে।এখানে আমরা পারস্পরিক সহানুভূতি ও সম্মান রেখে এখানে ব্লগিং করে থাকি।যেহেতু এটি একটি বৃহৎ পরিবার তাই এখানে প্রত্যেক মেম্বার দের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এটাই স্বাভাবিক।কিন্তু সেই সম্পর্ক আমাদের কমিউনিটি ও তার সামগ্রিক পরিবেশের জন্য কতটা নেতিবাচক সেটা আমাদের ভাবনার বিষয়।এখানে পরিচয়ের মাধ্যমে আপনাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠতে পারে,এটা তে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।তবে যদি সেই সম্পর্ক কোনো ভাবে আমাদের কমিউনিটির উপর প্রভাব ফেলে তাহলে সেটা খুবই চিন্তার বিষয়।
image.png
সম্প্রতি কয়েকটি বিষয় আমাদের কমিউনিটি পরিচালনা সমিতিতে নজরে এসেছে।আমরা সেগুলো নিয়ে সূক্ষাতিসূক্ষ অনুসন্ধান ও আলোচনা করেছি।এখানে আমাদের প্রত্যেকের প্রাইভেসি কে অনেক গুরুত্ত দেয়া হয়।কিন্তু দুঃখের ব্যাপার হলে ও এটা সত্যি যে প্রাইভেসি দারুন ভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে।তার জন্য কতিপয় লোক এখন অবধি দায়ী।আমরা সেটা ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়েছি।
কোনো ভাবেই কমিউনিটি ফাউন্ডার কে নিয়ে কোনো বাজে মন্তব্য একদমই মেনে নেয়া হবে না।Executive Admin ,Community Admins ও Moderators এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট প্রমান দিয়ে Executive Admin কে DM করে জানাবেন।Executive Admin এর বিরুদ্ধে অভিযোগ থাকলে তখনই একমাত্র founder কে DM করে অভিযোগ করবেন।
কমিউনিটি তে কোনো মেয়ে ইউসার কে কুরুচিকর মন্তব্য করা যাবে না।করলে তাকে প্রমান সাপেক্ষে ব্যান করে দেয়া হবে।কোনো প্রকার সুযোগ দেয়া হবে না।
আশা করি আমার কথা গুলো আপনারা মন দিয়ে পড়েছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন।আমরা আশা করছি কমুনিটির পরিবেশ স্বচ্চ ও সুন্দর থাকবে।এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।