#বঙ্গভঙ্গ নাহয় হলো। কিন্তু মনে প্রশ্ন জাগে, #উত্তরবঙ্গ বা #কোচবিহার আলাদা রাজ্য হলে সেখানে বসবাসকারী যাদের '#বাঙাল' বলা হয়, তারা সুরক্ষিত থাকবেন তো? কারণ, যারা বঙ্গভঙ্গের দাবী তুলছেন তারা তো বাংলাদেশী অনুপ্রবেশকারী ঢুকছে বলে রাগ দ্যাখাচ্ছেন। কি গ্যারান্টি আছে যে সেই দাবী তোলা লোকজন ঘুরে দাড়িয়ে "অনুপ্রবেশকারী"দের সাথে '৪৭এ দেশভাগের সময় বা '৭১-এ এসে নাগরিক হওয়া 'বাঙাল' দের ওপরেও বর্ণবিদ্বেষী আক্রমণ করে তাঁদের ভিটে ছাড়া করবে না?🤔 তখন ঐ দাবি তোলা চট্টোপাধ্যায় টাইটেলওলা বিধায়ক ছাড় পাবেন তো #বর্ণবিদ্বেষী আক্রমণ থেকে? ৩বার বঙ্গভঙ্গ করতে হয়, কারণ আসলে বাঙালীরা লড়াকু যোদ্ধা জাতি। বাঙালিকে না ভাঙলে যে সব ক্ষমতা হাতছাড়া হয়ে বাঙালির হাতে সুষ্ঠুভাবে চলবে! ইংরেজরাই উপনিবেশ করে বাঙালিকে প্রথম প্রতিদিনের অলস অফিসযাত্রী ভিজে বেড়ালে পরিণত করেছিল, নেশায় ডুবিয়ে বাংলাকে বিভক্ত রাখার জন্য। সেই বিষ রক্তে রয়ে গ্যাছে, আক্রান্ত। আর সেই বহিরাগতদেরই তাবেদারী করে চলেছে যারা বকছে ক্ষমতা ভোগের লোভে। ৩ বারের পর আর কতবার? আমি নাহয় দক্ষিণবঙ্গে সুরক্ষিতই আছি, জন্ম এখানে... বড় হয়ে ওঠা আর বন্ধুদের যখন প্রথম বলেছিলাম তখন তারাও বিশ্বাস করতে চায়নি। 😄 কিন্তু তারা ওখানে সুরক্ষিত থাকবে তো? জানতে বড় চায় মন.. 🤔
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!