জীবনের ছোটো ছোটো টিপস: প্রতিদিনের সহজ সমাধান

in bengal •  4 months ago 

প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক সমস্যার মুখোমুখি হই, যেগুলোর সহজ সমাধান জানা থাকলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। আজ আমি এমন কিছু টিপস শেয়ার করবো যা দৈনন্দিন জীবনের কাজগুলোকে সহজ করে তুলতে পারে।

লেবুর জুস থেকে বেশি রস পেতে চান? লেবুটা ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা অবস্থায় ফেলে রাখুন। এরপর গরম পানিতে ২-৩ মিনিট ভিজিয়ে রাখুন। লেবুটা নরম হয়ে যাবে এবং এতে রস বেশি বের হবে।

কাঁচের জানালা পরিষ্কার করার সহজ উপায়: জানালার কাঁচ পরিষ্কার করার সময় যদি দাগ থেকে যায়, তাহলে ব্যবহার করুন ভিনেগার ও পানি মিশ্রিত একটি দ্রবণ। এটি দাগ দূর করে কাঁচকে ঝকঝকে করে তুলবে।

পেঁয়াজ কাটার সময় চোখে জল আসা থেকে বাঁচতে: পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটিকে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা পেঁয়াজ কাটলে চোখে কম জল আসে।

বিছানা পরিষ্কার রাখার জন্য সহজ ট্রিক: ঘুমানোর সময় অনেকের বিছানার চাদর এলোমেলো হয়ে যায়। একটানা সুন্দর বিছানা পেতে চাইলে, চাদরের নিচে সেফটি পিন ব্যবহার করুন। এতে চাদর ঠিকঠাক থাকবে।

মশা তাড়ানোর সহজ উপায়: ঘরের মধ্যে মশা ঢুকে গেলে, লেবুর খোসার ওপর লবঙ্গ বসিয়ে ঘরে রাখুন। মশারা সেই গন্ধ পছন্দ করে না এবং ঘর থেকে দূরে থাকবে।

এগুলোই ছিল দৈনন্দিন জীবনের জন্য কিছু ছোট্ট কিন্তু কার্যকরী টিপস। এগুলো মেনে চললে আপনার প্রতিদিনের কাজগুলো একটু হলেও সহজ হয়ে যাবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!