মধ্য প্রস্তর যুগের পরবর্তী নব্য প্রস্তর যুগের কালসীমা হল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 5,000 অব্দ। তবে ভারতে এ যুগের সূচনা হয় দেরিতে, 6000 খ্রিস্টপূর্বে। বালুচিস্তানের মেহেরগড়ে 6000 খ্রিস্টপূর্বাব্দে বা তার কিছু আগে নব্য প্রস্তর যুগের সূচনা হয় বলে ঐতিহাসিক ডি. পি. আগরওয়াল অভিমত দিয়েছেন।
তথ্যসুত্রঃ www.etcbangla.com